রাজশাহীর জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদ ও খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি।
আজ সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব দাবি জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের মেধাবী ছাত্র, মেধাবী, দক্ষ এবং জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ প্রাইভেট চেম্বারে চিকিৎসা কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। ডা. গোলাম কাজেম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একজন জ্ঞানী ও দক্ষ ডার্মাটোলজিস্ট এবং মেধাবী সন্তানকে হারাল। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।
উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদকে গভীর রাতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
মন্তব্য করুন