কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংস গণধর্ষণ ও হত্যা নিয়ে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এর আগে গত সপ্তাহে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি সেমিনার হলে ৩৬ ঘণ্টার শিফটের পর বিশ্রাম নেওয়ার সময় এক মহিলা চিকিৎসককে গণধর্ষণ ও হত্যা করা হয়। প্রথমে গাঙ্গুলি এই ভয়াবহ অপরাধটিকে ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’ বলে অভিহিত করেন, যা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
অনেকেই তাকে পরিস্থিতির গুরুত্বকে কমিয়ে দেখানো এবং রাজ্য সরকারের কাছে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। তীব্র সমালোচনার প্রতিক্রিয়ায় গাঙ্গুলি তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি সর্বদাই ঘটনাটিকে ‘ভয়ানক’ হিসেবেই বিবেচনা করেছেন।
গাঙ্গুলি মিডিয়ার সামনে এই অপরাধের নিন্দা জানিয়ে কঠোর তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, এই মামলাটি তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাঙ্গুলি বলেন, ‘যা ঘটেছে তা খুবই লজ্জাজনক। আমি আশা করি, সিবিআই দোষীদের খুঁজে বের করার পর কঠোর শাস্তি নিশ্চিত করবে।’
গাঙ্গুলি জোর দিয়ে বলেন, শাস্তি এমন হওয়া উচিত যা ভবিষ্যতে অন্যান্য অপরাধীদের জন্য একটি উদাহরণ স্থাপন করবে এবং এ ধরনের অপরাধ করতে ভয় পাবে। তিনি বলেন, ‘শাস্তি এমন হতে হবে যে জীবনে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’
এই মামলাটি সারা দেশে প্রতিবাদের ঝড় তুলেছে এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে অনেকেই মহিলা পেশাদারদের সুরক্ষার জন্য আরও দৃঢ় পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন।
মন্তব্য করুন