কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যখন-তখন শিরায় টান? কীভাবে মিলবে আরাম?

শিরায় টান। প্রতীকী ছবি
শিরায় টান। প্রতীকী ছবি

হাত-পায়ের পেশিতে হঠাৎ হঠাৎ টান ধরে? শীতে লেপ থেকে বেরনোর সময় বা অন্য ঋতুতেও সকালে প্রথম হাঁটা শুরু করলেই অনেকের পায়ের শিরার টান ধরে। কখনো বা হাঁটতে হাঁটতে হঠাৎই পায়ের আঙুল বেঁকে যায়। হাতের ও কোমরের পেশিতেও টান ধরে যে কোনো সময়। মনে হয় যন্ত্রণার চোটে প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে।

এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে কী করণীয়? কীভাবেই বা মিলবে উপশম? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের একজন বিশিষ্ট চিকিৎসক।

সেই চিকিৎসকের মতে, এমন পরিস্থিতিতে যত শীঘ্র সম্ভব পানি, ফলের রস খেয়ে শরীরে পানি এবং মিনারেলের ভারসাম্য ফেরাতে হবে। এদিকে ঠান্ডা হওয়ায় পানি খাওয়ার পরিমাণ কমানো যাবে না। তবে বারবার এমন সমস্যা হলে তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এই বিশেষজ্ঞ বলেন, শরীরে পানির পরিমাণ কম হওয়ার কারণে এই সমস্যা বার বার হতে পারে। মূলত পানির ঘাটতিতেই পেশিতে টান ধরে। শীতকালে ঠান্ডার কারণে অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। ফলে শরীরে পানির ঘাটতি হয়ে এমন সমস্যার পথ প্রশস্ত হয়। তবে এমন ঘটনা শুধু শীতকাল নয়, গরমের সময়েও হতে পারে। গরমে পানির ঘাটতি হয় অতিরিক্ত ঘামের কারণে। তাই শীত হোক বা গরম, পানি খান মেপে। অন্যথায় কষ্ট বাড়বে।

শ্বাসকষ্টের কারণে যাঁরা ইনহেলার নেন, তাঁদের এমন সমস্যায় পড়ার আশঙ্কা বেশি থাকে। এই চিকিৎসকের মতে, ইনহেলার নিলে অনেক সময়ই দেহে পটাসিয়ামের মাত্রার তারতম্য ঘটে। এদিকে মাংসপেশীর সঞ্চালনে পটাসিয়াম, সোডিয়ামের মতো মিনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তো কোনো কারণে এই মাত্রার হিসাব-নিকাশ গুলিয়ে গেলে হাত-পায়ে হঠাৎই টান ধরতে পারে।

শীতে মাসল স্টিফ হয়ে যায়। তাই হঠাৎ করে ফিজিক্যাল অ্যাকটিভিটি বাড়ালে মাংসপেশির সম্প্রসারণে সমস্যা হতে পারে। সেজন্যও পেশিতে টান ধরে। তাই তো শরীরচর্চার আগে ওয়ার্ম আপ করে নেওয়ার ভালো। এই ডাক্তারের মতে, শীতের ভোরে মর্নিং ওয়াক বা কোনো ভারী কাজ শুরুর আগে ওয়ার্ম আপ সেরে নিলে উপকার মিলবে।

হঠাৎ ক্র্যাম্প ধরলে প্রথমে ব্যথার জায়গায় আঙুলের চাপ দিয়ে ম্যাসাজ করুন। যাতে শক্ত হয়ে থাকা পেশি ধীরে ধীরে নরম হয়ে যায়। তারপর টান ধরা পা স্ট্রেইচ করার চেষ্টা করুন। এতে ধীরে ধীরে ব্যথা কমবে। তবে যন্ত্রণা কমে গেলেও টান ধরা পা-কে কয়েক মিনিটের জন্য বিশ্রাম দিতে হবে। এমন পরিস্থিতিতে এক গ্লাস ফলের রস খেয়ে নিলে ভালো উপকার পাওয়া যাবে। কারণ ফলের রসের গুণে শরীরে পানি এবং মিনারেলের ঘাটতি নিমেষে মিটে যাবে। ফলে যন্ত্রণাও কমে যাবে আস্তে আস্তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X