কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএমএমইউতে বছরে ১ হাজার স্পাইনের অপারেশন হয়

বিএসএমএমইউতে বিশ্ব স্পাইন দিবস-২০২৩ উদযাপন। ছবি : কালবেলা
বিএসএমএমইউতে বিশ্ব স্পাইন দিবস-২০২৩ উদযাপন। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বছরে ১ হাজার স্পাইনের অপারেশন হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ সোমবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস-২০২৩ উপলক্ষে বিএসএমএমইউ ও নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, না হয় জাতিকে সুস্থ রাখা যাবে না। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার স্পাইনজনিত সমস্যার কারণে অপারেশন করতে হয়।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোনো রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, 'মেরুদণ্ড আমাদের অমূল্য সম্পদ, মেরুদণ্ডের যত্ন নিতে হবে। মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদণ্ড আছে বলেই আমরা হাঁটতে পারি।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ মেরুদণ্ড রোগে আক্রান্ত হয়। তার মধ্যে ৫ লাখ মানুষ গুরুতর মেরুদণ্ডের রোগে ভুগছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ এবং নিউরোসায়েন্স হাসপাতালসহ দেশের প্রায় বড় বড় হাসপাতালে নিউরোসার্জারি বিভাগ চালু রয়েছে। এই বিভাগে শুধু নিউরোসার্জারি ও স্পাইনাল সার্জারি রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। তিনি সবাইকে সচেতন করে বলেন, আমরা সবাই সচেতন হই। যেমন হাঁটার সময়, বসার সময়, কাজ করার সময় এমনকি ঘুমানোর সময় মেরুদণ্ডকে সঠিকভাবে ব্যবহার করি সেটাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফজলে এলাহি মিলাদ ও অধ্যাপক ডা. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান।

এর আগে সকালে ‘মুভ ইউর স্পাইন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, নিউরো সার্জারি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামি কেন হয়, কেন এর ঢেউ এত প্রাণঘাতী?

তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহাসড়কের উপরে অবৈধ সিএনজি স্ট্যান্ড, আটক ৪

৫ প্রকৌশলী ও এক স্থপতিকে বরখাস্ত

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

উপসচিব এনকেবির ভাইরাল পোস্ট  / পুলিশের গোলাবারুদের হিসাব হয় ধানমন্ডির এক বাসায় 

রাজবাড়ীতে হত‌্যা মামলায় দুজনের যাবজ্জীবন

১০

পঞ্চগড়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

১১

দুই ভাইয়ের সঙ্গে এক নারীর বিয়ে, যে তথ্য সামনে এলো

১২

ডেঙ্গুতে একদিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬

১৩

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের সময় ও ভেন্যু চূড়ান্ত!

১৪

সংসদীয় আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে : ইসি

১৫

জকসুর রোডম্যাপ চেয়ে আলটিমেটাম 

১৬

সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

১৭

কাজে না আসা নীতিমালাগুলো পরিবর্তন করে এগোতে হবে : প্রধান উপদেষ্টা

১৮

৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা

১৯

ঐকমত্য কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে : আলী রীয়াজ

২০
X