কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ৩ লাখ টাকায় শুরু কিডনি প্রতিস্থাপন

প্রতিস্থাপনের জন্য ১৪ দিনের প্যাকেজে রোগীর খরচ হবে ৩ লাখ টাকা।
সুপার স্পেশালাইজড হাসপাতাল। ছবি : কালবেলা
সুপার স্পেশালাইজড হাসপাতাল। ছবি : কালবেলা

পিরোজপুরের বাসিন্দা ৪২ বছর বয়সী সুজন রায়কে নিজের কিডনি দিয়ে ভ্রাতৃত্বের দৃষ্টান্ত রাখলেন ৩১ বছর বয়সী তারই ছোট ভাই সুসেন রায়। আর এই দৃষ্টান্তের সাক্ষী হয়ে থাকলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও ২৫ জন চিকিৎসক। ভ্রাতৃত্বের বন্ধনের এই উদাহরণের মধ্য দিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু হলো কিডনি প্রতিস্থাপন।

সোমবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে কমপক্ষে ২৫ জন চিকিৎসক এই ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমে অংশ নেন। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অন্যরা।

সুজন রায়ের ছেলে জনান, কিডনি প্রতিস্থাপনের জন্য তারা সর্বপ্রথম ভারতের একটি হাসপাতালে যান। তবে সেখানে এর ব্যয় ধরা হয় ১৭ লাখ টাকা। দেশে ফিরে আসেন হতাশ হয়ে। এরপর ভাগ্যক্রমে খবর পান সুপার স্পেশালাইজড হাসপাতালে একই প্রতিস্থাপন করা হবে ৩ লাখ টাকায়। চাচাও রাজি হয়ে যান কিডনি দিতে।

ডা. হাবিবুর রহমান দুলাল জানান, সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে দেশের সব চাইতে আধুনিক ইউনিক অপারেশন থিয়েটার যা বাংলাদেশের আর কোথাও নাই এবং এখানে সপ্তাহের ৭ দিনই প্রতিস্থাপন করা সম্ভব। বর্তমানে আটজন ভর্তি রোগীসহ আরো ৩০ জন রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার অপেক্ষায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রতিদিন এক বা একের অধিক কিডনী প্রতিস্থাপন করা সম্ভব। প্রতিস্থাপনের জন্য ১৪ দিনের প্যাকেজে রোগীর খরচ হবে ৩ লাখ টাকা।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এই যাত্রা গৌরবের। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, অর্গান ট্রান্সপ্লান্টসহ এ ধরনের চিকিৎসাসেবা নিতে রোগীদের আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কম খরচে উন্নতমানের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়ে গেছে। দেশের অর্থ বিদেশে গিয়ে ব্যয় করে চিকিৎসা নেয়ার প্রয়োজন নাই।

ভিসি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্বমানের ৫টি সেন্টার রয়েছে। রয়েছে দেশের সেরা অপারেশন থিয়েটার। এই হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগের পর দেশের চিকিৎসাসেবা দানে বিশেষ করে সর্বাধুনিক উন্নতমানের চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। কয়েক শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডীন ও এ্যানেসথেশিওলজি বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, কিডনী (নেফ্রোলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহম্মেদ শামীম, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই ৬০ সেকেন্ডের পরীক্ষায় জেনে নিন আপনার ফুসফুসের অবস্থা কেমন 

খেলোয়াড়ের ওপর ভেঙে পড়ল বাস্কেটবলের পোল

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

২৩ মাস পর গ্যাস সংযোগ পেল যমুনা সার কারখানা

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

কিডনির রোগ নিয়ে প্রচলিত ১৭ ভুল ধারণা, সত্যতা জেনে নিন এখনই

শেখ হাসিনার স্বর্ণ নিয়ে যে তথ্য দিলেন দুদক মহাপরিচালক

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডোপ টেস্ট স্থগিত

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

১০

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

১১

হরিণের মাথা-পা-মাংস ও ফাঁদসহ শিকারি আটক

১২

প্রসূতির মরদেহ রেখে পালানো সেই ক্লিনিক সিলগালা

১৩

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

দেশের সব কলেজকে ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৫

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

১৬

৪৭তম বিসিএস : এক দিন আগে পরীক্ষা বর্জনের ঘোষণা

১৭

মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে হবে : ড. কাইয়ুম

১৮

শীতের সকালে নদীতে ভাবনা

১৯

আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য

২০
X