গণফোরামের নেতারা বলেছেন, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এই রাজনৈতিক সমঝোতার দলিল কখনোই সংবিধানের ওপরে প্রাধান্য পেতে পারে না। তাই সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দিতে হবে, এটা আমরা গ্রহণ করছি না। সুতরাং আইনি কাঠামো যতটুকু দেওয়া সম্ভব, আমরা দেব; সংবিধান সংবিধানের জায়গায় থাকবে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ-২০২৫ এর সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম।
কোনো বিষয়ে মতানৈক্য থাকলে তা সংবিধানের ১০৬ ধারার মাধ্যমে মতামত নেওয়া যেতে পারে বলে মনে করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তার পরামর্শ, জুলাই সনদের যতটুকু এখন বাস্তবায়ন করা সম্ভব হবে না, তা আগামী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে।
দলটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর একটি সমঝোতার দলিল। আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, তাদের এই জুলাই সনদকে বাস্তবায়নের দায় রয়েছে। জাতির কাছে তারা অঙ্গীকার করবে। কিন্তু আমরা সংবিধানের ওপরে এটাকে স্থান দেওয়ার পক্ষে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অঙ্গীকার থাকা দরকার বলেও মনে করেন তিনি।
মন্তব্য করুন