গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টসের (জিজিএইচএসপি) অধীনে ঢাকা কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেছেন জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসাকা ইয়াসুশি এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনোরি। জাপান দূতাবাসের সহায়তায় হাসপাতালটির রেডিওলজি বিভাগে আধুনিক ডিজিটাল এক্স-রে এবং ওপিজি মেশিন স্থাপন করা হয়।
বুধবার (১৫ মে) তারা ঢাকা কমিউনিটি হাসপাতালের রেডিওলজি বিভাগ পরিদর্শন করেন। এ সময় সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তারা।
হোসাকা ডিসিএইচটি-এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর জন্য কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন।
ডিসিএইচটি, সিআইএস ও এ-প্যাড চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান ডিসিএইচটি, সিআইএস ও বাংলাদেশকে অসামান্য সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে জাপান জাপান দূতাবাসের সেকেন্ডারি সেক্রেটারি ইওয়াসাকি দাইচি, দূতাবাসের পরামর্শক খান নানামি, দূতাবাসের সমন্বয়কারী প্রফেসর ডা. মাহমুদার রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন