মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। দ্রুত সিদ্ধান্ত বদলাবেন না। প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হবে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন। চাটুকারিতায় বিভ্রান্ত হবেন না।
মিথুন | ২১ মে-২০ জুন চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হোন। স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। সঠিক পরিকল্পনা নিলে সমস্যা হবে না।
কর্কট | ২১ জুন-২০ জুলাই ব্যয় কমাতে চেষ্টা করুন। অতিরিক্ত মিষ্টি খাবার পরিহার করুন। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট সামাজিক মর্যাদা বাড়বে। দূর থেকে সুখবর পেতে পারেন। সচেষ্ট হলে অপ্রত্যাশিত সূত্র থেকে সফলতা পাবেন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর কর্ম-সংক্রান্ত বিষয়ে শুভ কিছু ইঙ্গিত দিচ্ছে। শারীরিক ও মানসিক দিকে খেয়াল রাখুন। ব্যবসার যোগাযোগ শুভ। ভ্রমণ যোগ আছে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর পারিবারিক জীবনে সহমত পোষণ করুন। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। প্রেমে শুভ ইঙ্গিত। নতুন চাকরি লাভের যোগ। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর ব্যবসায়িক পরিবেশ অনুকূলে থাকবে। কর্ম-সংক্রান্ত নতুন সম্ভাবনা তৈরি হবে। কর্মসূত্রে বৈরী পরিবেশ তৈরি হলে পজিটিভ থাকার চেষ্টা করুন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর ক্যারিয়ারে সফলতা আসবে। আর্থিক দিক শুভ। কারও নেতিবাচক আচরণে ইতিবাচক মনোভাব পোষণ করুন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি সামগ্রিক বিষয় করায়ত্তে থাকবে। শরীরের প্রতি যত্নশীল হোন। পরিচিত মহলে আপনার গুরুত্ব বাড়বে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি সম্পত্তি-সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে। বন্ধুমহলে গুরুত্ব বাড়বে। আর্থিক দিক ভালো যাবে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক ও বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমে শুভ ইঙ্গিত।পারিবারিক জীবনে সমন্বয় করে চলুন।
লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী [email protected]
মন্তব্য করুন