

আজকাল সোশ্যাল মিডিয়ায় আয় করা অনেকের জন্য স্বাভাবিক একটি জিনিস। ফেসবুক ক্রিয়েটররা ভিডিও, লেখা, মিম বা অন্যান্য কনটেন্ট তৈরি করে যথেষ্ট জনপ্রিয়তা ও আয় পাচ্ছেন। তবে মনে রাখতে হবে, ফেসবুক থেকে আয় করতে হলে মনিটাইজেশন চালু থাকা জরুরি।
খেয়াল রাখবেন, মনিটাইজেশন বন্ধ হলে আপনার আয়ও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।
মেটা (ফেসবুক) এখন মনিটাইজেশন নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। কয়েকটি ছোট ভুলের কারণে অনেক ক্রিয়েটরের মনিটাইজেশন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। তাই আজকে আমরা সেই সাধারণ ভুলগুলো এবং সেগুলো এড়ানোর সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করব।
অন্যের কনটেন্ট কপি করা : অনুমতি ছাড়া অন্যের ভিডিও, ছবি বা লেখা ব্যবহার করলে মনিটাইজেশন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এমন কনটেন্টের রিচ বা দর্শকসংখ্যাও কমানো হয়।
পরামর্শ:
- সবসময় নিজস্ব কনটেন্ট তৈরি করুন।
- অন্যের কাজ ব্যবহার করতে হলে অনুমতি নিন বা যথাযথ ক্রেডিট দিন।
একই কনটেন্ট বারবার শেয়ার করা : একই ভিডিও বা লেখা বারবার পোস্ট করলে তা স্প্যাম হিসেবে গণ্য হয়। এর ফলে দর্শকরা একঘেয়েমি অনুভব করে এবং নতুন ক্রিয়েটরের কনটেন্ট কম দেখা যায়।
পরামর্শ:
- একই আইডিয়া নিয়ে বিভিন্ন আঙ্গিক বা ফরম্যাটে কনটেন্ট তৈরি করুন।
- রেপিটেটিভ পোস্ট এড়িয়ে ক্রিয়েটিভিটি দেখান।
মূল নির্মাতার স্বীকৃতি না দেওয়া : মেটা নতুন নীতি অনুসারে, যদি কোনো কনটেন্ট অন্যত্র পাওয়া যায়, তবে মূল নির্মাতার লিঙ্ক ভিডিওর নিচে দেখানো হবে। এতে দর্শক মূল উৎসে যেতে পারে এবং মূল নির্মাতার স্বীকৃতি নিশ্চিত হয়।
পরামর্শ:
- অন্যের কনটেন্ট ব্যবহার করলে সবসময় মূল ক্রিয়েটরের ক্রেডিট দিন।
যদি আপনি অন্যের কনটেন্ট ব্যবহার করেন কিন্তু তার সাথে নিজের ব্যাখ্যা, বিশ্লেষণ, মন্তব্য, ভয়েসওভার বা গুরুত্বপূর্ণ সম্পাদনা যোগ করেন, তাহলে মনিটাইজেশনে সমস্যা হবে না। ফেসবুক চায় ক্রিয়েটররা কনটেন্টে নিজেদের স্বতন্ত্রতা এবং সৃজনশীলতা যোগ করুক।
সূত্র : দ্য ভার্জ
মন্তব্য করুন