কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সংসার সুখের হয় রমণীর গুণে। যিনি এটি মেনে চলেন, তার সংসার তো সুখের হবেই। স্বামী ও স্ত্রী মিলে একটি পরিবার গড়ে তোলেন। তবে পরিবারের গুরুদায়িত্ব মনে হয় সব সময় স্ত্রীর ওপরই থাকে। তাই আজ স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, করতে পারেন তার একটু প্রশংসা।

তবে হঠাৎ কেন আজ স্ত্রীর প্রশংসা করবেন? কারণ আজ স্ত্রীর প্রশংসা দিবস। না, বানিয়ে বলছি না। প্রতি বছর বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয় স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

বিয়ের বয়স এক বছর, দশ বছর কিংবা পঞ্চাশ বছর—যা-ই হোক না কেন, স্ত্রীর প্রশংসা করা সবসময়ই জরুরি। এতে তিনি উপলব্ধি করবেন, সংসারে তার মূল্য ও গুরুত্ব কতখানি। অনেক পুরুষের কাছে বিষয়টি সহজ মনে হলেও, কারও কাছে আবার এটি বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন সকালে উঠে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলুন, তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখবেন গিন্নি এমনিতেই খুশি হয়ে গেছেন।

শুধু আমাদের পাঠকের জন্য থাকছে কিছু টিপস। দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো—

স্ত্রীকে উপহার দিয়ে

বিশেষ দিন উদযাপনের জন্য স্ত্রীর হাতে একটি ফুলের তোড়া তুলে দেওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর উপহার। হয়তো তিনি আপনাকে প্রতিদিন কোনো জিনিস আনার কথা মনে করিয়ে দেন—এই দিনে সেটিই নিজে থেকে নিয়ে আসুন। চাইলে ফোনে বলতে পারেন সকালে তোমাকে দারুণ দেখতে লাগছিল।

ঘুরতে যান

চাইলেই তাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াতে পারেন, কিংবা নতুন নকশার একটি গহনা উপহার দিতে পারেন। তবে খাওয়ার পাশাপাশি একটু সময় বের করে একসঙ্গে ঘুরে আসুন। শহরে ঘোরার জায়গা সীমিত হলেও, সেই সময়টুকু আপনাদের জন্য হয়ে উঠবে স্মরণীয় মুহূর্ত।

প্রতিদিনের কাজে সাহায্য করুন

ফাঁকা সময় থাকলে স্ত্রীর কাজে সহযোগিতা করুন। কাজের মাঝে তাকে অনুভব করান—এসব কাজ সহজ নয়। এতে সে বুঝতে পারবে আপনি তাকে শুধু সাহায্যই করছেন না, পরোক্ষভাবে প্রশংসাও জানাচ্ছেন।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কবি নজরুলের কবিতার এ অংশটি নর-নারীর সমতা প্রকাশের জন্য হলেও বর্তমানে সংসার চালানোর সময় সবচেয়ে বেশি প্রয়োগযোগ্য। বহু আগে প্রচলিত ছিল, সংসার সুখের হয় রমণীর গুণে।

এখন মানুষ বিশ্বাস করে, সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের কর্মে। স্বামী-স্ত্রী দুজনকেই দক্ষ হাতে সংসার সামলাতে হয়। তবে আজকের দিনটি স্বামীদের জন্য বিশেষভাবে স্ত্রীর প্রশংসার দিন। ইংরেজিতে বলে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে।’ এদিনে স্বামীরা শুধু স্ত্রীর প্রশংসা করবে। অনেক পুরুষ আছেন, যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে সম্পর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ

যার নাম আলোচনাতেই ছিল না, তিনিই হচ্ছেন বোর্ড সভাপতি!

রোনালদোর জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেবের দুই দশক উদযাপন, অনুপস্থিত শুভশ্রী

স্ত্রীকে গলা কেটে হত্যা, কলাবাগানে মরদেহ ফেলে পালালেন স্বামী

ঢাকার আকাশে ঘোলাটে ভাব কাটবে কবে?

ব্যাংকিং টিপস / ডিপিএস না এফডিআর? বেছে নিন প্রয়োজন বুঝে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

১০

সুপার ফোর থেকে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে

১১

শরীরে বাজে গন্ধ? মুক্তি মিলবে সহজ কিছু অভ্যাসেই

১২

জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার

১৩

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন মোহনলাল 

১৪

আফগানিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা, ট্রাম্পের হুঁশিয়ারি

১৫

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

১৬

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

১৭

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

১৮

এক হাজার অপারেটর নেবে দারাজ

১৯

গোল করলেন, গোল করালেন-মেসিময় ম্যাচে মায়ামির জয়

২০
X