কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাশিফলে দেখে নিন আজ কেমন যাবে দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জ্যোতিষশাস্ত্র বিভিন্ন সময়ের ভবিষ্যদ্বাণী করে থাকে। যেমন দৈনিক রাশিফল, যা প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎ কথন করে থাকে। জ্যোতিষে ১২টি রাশির কথা উল্লেখ করা আছে। সেগুলো হলো—মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের অবস্থান অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটে যাওয়া ঘটনাও ভিন্ন ভিন্ন হয়। এ কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ রোববার (২ জুলাই) কেমন কাটতে পারে আপনার দিন, সে সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ

পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে। ব্যবসার নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

বৃষ

ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ হতে পারে। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকতে পারে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না।

মিথুন

সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

কর্কট

উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা হতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

সিংহ

কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। বিবাহের শুভ যোগাযোগ। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে।

কন্যা

সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভালো লাগবে না। রক্তচাপ বাড়তে পারে। ধর্মীয় জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে।

তুলা

বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক

স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসার কাজে চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সবাই মিলে ভ্রমণ হতে পারে।

ধনু

পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না। নতুন কর্মের যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

মকর

ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে। কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার জন্য উপযুক্ত সময়।

কুম্ভ

সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অপরাধবোধ হতে পারে। ধর্ম নিয়ে আসক্তি বাড়তে পারে। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি।

মীন

অযথা অশান্তি ঘটতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য দুশ্চিন্তা। প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

১৭১৫ সালে ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা / ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, ঘরের বারান্দায় খোঁড়া হয়েছিল কবর

১০

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

১১

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

১২

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

১৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

১৪

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

১৫

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

১৬

হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

১৭

আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির

১৮

কিয়ামতের দিন যে ৫ প্রশ্নের জবাব না দিয়ে কেউ রেহাই পাবে না

১৯

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফায় কী আছে, কেন তুমুল আলোচনা

২০
X