কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শুক্রবার, ২২ মার্চ ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪২১ - আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজরা পরাজিত হয়। ১৭৩৯ - নাদির শাহ্ ভারতের দিলি্ল দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন। ১৭৯৩ - বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ১৮২৪ - লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়। ১৮৮২ - বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস করা হয়। ১৮৮৮ - ইংলিশ ফুটবল লিগ গঠিত হয়। ১৮৯৮ - অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়। ১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে। ১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে। ১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত হয়। ১৯৪৬ - জর্দান স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন। ১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো। ১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়। ২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয় বাংলাদেশ।
জন্ম
১৩৯৪ - ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ জন্মগ্রহণ করেন। ১৫৯৯ - ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক এন্থনি ভ্যান ডয়ক জন্মগ্রহণ করেন। ১৭১২ - ইংলিশ লেখক এডওয়ার্ড মূর জন্মগ্রহণ করেন। ১৮৫৭ - ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪তম প্রেসিডেন্ট পল ডুমের জন্মগ্রহণ করেন। ১৮৬৮ - মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান জন্মগ্রহণ করেন। ১৮৮৩ - বাঙালি সাহিত্যিক ও গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন। ১৮৮৭ - কমিউনিস্ট নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায় জন্মগ্রহণ করেন। ১৮৯৪ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেন জন্মগ্রহণ করেন। ১৯১৮ - গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট চেডি জাগান জন্মগ্রহণ করেন। ১৯২১ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার নিনো মানফ্রেডি জন্মগ্রহণ করেন। ১৯৩১ - কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইলিয়াম শ্যাটনার জন্মগ্রহণ করেন। ১৯৩১ - নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী বার্টন রিখটার জন্মগ্রহণ করেন। ১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের জন্মগ্রহণ করেন। ১৯৫৫ - লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি ভাল্ডিস যাটলেরস জন্মগ্রহণ করেন। ১৯৭৬ - মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক লরা জন রীজ উইদারস্পুন জন্মগ্রহণ করেন। ১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৬৮৭ - ইতালীয় ফরাসি সুরকার ও কন্ডাকটর জাঁ-ব্যাপ্টিস্টে লুলয় মৃত্যুবরণ করেন। ১৮৩২ - জার্মান লেখক ও কবি ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে মৃত্যুবরণ করেন। ১৯৫৫ - ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউন মৃত্যুবরণ করেন। ১৯৭৭ - বাঙালি কমিউনিস্ট নেতা এ. কে. গোপালন মৃত্যুবরণ করেন। ২০০১ - আমেরিকান অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম হানা মৃত্যুবরণ করেন। ২০০৪ - ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহপ্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন মৃত্যুবরণ করেন। ২০০৫ - জাপানি আর্কিটেক্ট কেনযো টাঙ্গে মৃত্যুবরণ করেন। ২০১০ - নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট জেমস হোয়াইট ব্ল্যাক মৃত্যুবরণ করেন। ২০১৩ - কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার বেবো ভাল্ডেস মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন