কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ডায়াসপোরাদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে নীতি প্রণয়নের উদ্যোগ

ঢাকায় জাতীয় ডায়াসপোরা নীতির খসড়া যাচাই করার জন্য কর্মশালা। ছবি : কালবেলা
ঢাকায় জাতীয় ডায়াসপোরা নীতির খসড়া যাচাই করার জন্য কর্মশালা। ছবি : কালবেলা

সারা বিশ্বে প্রায় ২৪ লাখ ডায়াসপোরা বাংলাদেশি আছেন। যারা বিদেশের সম্প্রদায়গুলোতে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতা, জ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষমতার মাধ্যমে অবদান রাখছেন। এই ডায়াসপোরাদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার (২৬ জুলাই) ঢাকায় জাতীয় ডায়াসপোরা নীতির খসড়া যাচাই করার জন্য একটি কর্মশালার আয়োজন করে। যা জাতীয় উন্নয়নে সহায়তা করার জন্য বাংলাদেশি প্রবাসীদের সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ।

এ কর্মশালা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা করেছে মন্ত্রণালয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) দ্বারা অর্থায়িত টেকসই উন্নয়নের জন্য মাইগ্রেশন ওয়ার্ক মেকিং (তৃতীয় পর্যায়) সংক্রান্ত গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে নীতির কাজটি করেছে আইওএম।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, জাতীয় ডায়াসপোরা নীতি আমাদের প্রবাসীদের ক্ষমতাকে কাজে লাগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে একটি চ্যাম্পিয়ন দেশ হিসেবে আমাদের প্রতিশ্রুতি হলো, ডায়াসপোরাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা।

অনুষ্ঠানের সভাপতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, রেমিট্যান্সের বাইরেও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে ডায়াসপোরাদের সম্পৃক্ত কারার উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের ডায়াসপোরাদের বিনিয়োগকারী, ভোক্তা, পর্যটক, পাবলিক কূটনীতিক এবং আমাদের জাতির মুখপাত্র হিসেবে দেখি। জাতীয় এই নীতির লক্ষ্য তাদের আরও কার্যকরভাবে জড়িত করার জন্য একটি ব্যাপক এবং কৌশলগত পদ্ধতি প্রদান করা। বাংলাদেশি ডায়াসপোরা সদস্যদের জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে, যা দেশের উন্নয়নের অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারে। ২০২১ সালে আইওএম "বাংলাদেশের জাতীয় উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ" শীর্ষক একটি সমীক্ষা পরিচালনা করে। যেটি ডায়াসপোরার বিভিন্ন দিক বুঝতে সহযোগিতা করে এবং নীতি প্রণয়নে অবদান রেখেছে। কর্মশালায় আরও অংশগ্রহণ করেন, মো. হামিদুর রহমান, মহাপরিচালক, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড; মো. শহিদুল আলম এনডিসি, মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি); ড. মল্লিক আনোয়ার হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল); অধ্যাপক আবুল বারকাত, প্রধান উপদেষ্টা, মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র (এইচডিআরসি); ড. নাসিম আহমেদ, যুগ্ম সচিব, গবেষণা ও নীতি শাখা; ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত; মোহাম্মদ ইয়াসিন চৌধুরী (সিআইপি), সাধারণ সম্পাদক, সভাপতি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১০

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১১

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১২

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৩

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৪

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৫

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

১৬

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১৭

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১৮

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১৯

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

২০
X