অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) দুুপুরে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কালবেলাকে বলেছেন, আজকের জরুরি সিন্ডিকেট সভায় কোটা আন্দোলনে আহত-নিহত সবার প্রতি সমবেদনা জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষকদের হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আজ সন্ধ্যা ৬টার আগেই বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। এ বিষয়টি হল প্রশাসন নিশ্চিত করবে।
বিস্তারিত আসছে...
মন্তব্য করুন