কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সমর্থন

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

শিক্ষক, আইনজীবী এবং সংস্কৃতি কর্মীদের পর এবার সরকারি কর্মকর্তা হিসেবে সাধারণ ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। চলমান সহিংসতার প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নজরুল ইসলাম নামের ঐ কর্মকর্তা জানান, রাষ্ট্রের মালিক যদি জয়লাভ করে, তাহলে হয়তো আমি আবার রাষ্ট্রের মালিকের সেবা করতে ফিরে যাব। আর এই খুনি, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ সরকার যদি টিকে যায় তবে আমি হয়তো চাকরিতে ফিরব না।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নজরুল ইসলাম। তিনি জানান, বুঝেশুনে সজ্ঞানেই আমি এই স্ট্যাটাস দিয়েছি।

ওই কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাস সরাসরি তুলে দেওয়া হলো- ‘প্রিয় বন্ধুগণ, আস সালামু আলাইকুম। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সাধারণ শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। দীর্ঘ ১৫ বছর চুপ থেকে এই সরকারের খুন, ব্যাংক লুটেরা, দুর্নীতি সহ্য করেছি। কথা বলতে পারিনি। এছাড়া আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মূর্তি বানিয়ে ও তাতে ফুল দিয়ে আমাদের জোর করে ধীরে ধীরে পৌত্তলিকের প্রতি আকৃষ্ট বা মুশরিক বানানোর প্রচেষ্টা চলছে যা ঈমানের সম্পূর্ণ পরিপন্থি। সম্প্রতি সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর অমানুষিক নির্যাতন, নিপীড়ন, হত্যা ও অনিয়মের কথা আমরা বলতে পারছি না- হৃদয় যেন আমাদের অন্ধ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্রের মালিক জনগণ তথা ছাত্রদের সঙ্গে থাকব, ইনশাআল্লাহ। রাষ্ট্রের মালিক যদি জয়লাভ করে, তাহলে হয়তো আমি আবার রাষ্ট্রের মালিকের সেবা করতে ফিরে যাব। আর এই খুনি, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ সরকার যদি টিকে যায় তবে আমি হয়তো চাকরিতে ফিরব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবন ও জীবিকার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর হাতে।

আমার দ্বারা কারো কোনো ক্ষতি বা মনের অজান্তে কোনো ভুল করে থাকলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একজন মুমিন হিসেবে শাহাদাত বরণ করতে পারি।

মো. নজরুল ইসলাম। অতিরিক্ত পরিচালক ও সাধারণ সম্পাদক, ইএলসি, এসএমইএন্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক।’

তিনি আরও লেখেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই। বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জনগণের কাছে দায়বদ্ধ। এ ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর গভর্নেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের সরাসরি হস্তক্ষেপে ব্যাংকিং খাতের উপর প্রভাব পড়েছে। সরকারের নগ্ন হস্তক্ষেপ এসব প্রতিষ্ঠানে কাম্য নয়। কিন্তু বিগত বছরগুলোতে তাই হয়েছে, যার ফলাফল ব্যাংকিং খাতের নাজুক অবস্থা। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিরোহিত।

দেখুন, ডিবির হারুন বা পুলিশের পল্লব সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়াল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না অথচ আমি গতকাল সাধারণ ছাত্রদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে একটি লেখা শেয়ার করেছি, তাতেই সবাই নড়েচড়ে বসেছে।

দেখা যাক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদা পুনরুদ্ধার করতে আমার পাশে দাঁড়ায় কিনা? একটি কঠিন পরীক্ষা। দেশের আর্থিক খাতের পুনর্গঠন ও সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসনের জোর দাবি জানাচ্ছি। ‘আমার জন্য দোয়া চাই- কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই।’

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে সহিংসতায় এ পর্যন্ত সরকারি হিসাবে ১৫০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে কয়েকটি গণমাধ্যমে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক বলা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। ওইদিন ইন্টারনেট সেবা দুপুরে সীমিত এবং পরে রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে ২৩ জুলাই ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মোবাইল ডেটার ইন্টারনেট ২৮ জুলাই দুপুর পর্যন্ত বন্ধ ছিল। টানা ১০ দিন বন্ধ থাকার পর গত রোববার বিকেল ৩টার পর মোবাইল অপারেটর কোম্পানির সিমগুলোতে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক পরিসেবা চালু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে : ফারুক

সেই মুক্তিযোদ্ধাকে মারধরের কারণ জানালেন যুবদল নেতা

ভরসার ‘ছাপ’ পারফরম্যান্সে রাখতে চান সাকিব

৩২ বছর পর অভিমান শেষে বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই

যুবদলের দুই নেতার বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ

রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে উষ্ণ অভ্যর্থনা

জাগপা’র সম্পাদক হলেন আওলাদ হোসেন শিল্পী

প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’, যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১০

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

১১

জলসীমায় নৌবাহিনী ও কোস্টগার্ড সর্বদা নিয়োজিত থাকবে : নৌপ্রধান

১২

ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, জব্দ হবে সম্পদ

১৩

‘গুলি লেগেছে আফসোস নেই, দেশ তো স্বাধীন হয়েছে’

১৪

প্রেমিকাকে নিয়ে যাওয়ায় বাসের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক

১৫

মেট্রোরেলে ছিদ্দিকের চুক্তি বাতিল, নতুন এমডি রউফ

১৬

ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম

১৭

১৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট

১৮

বন্যার্ত পাঁচশ পরিবারে ইয়াছিন আলীর ত্রাণসামগ্রী বিতরণ

১৯

বড়াইগ্রামে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ

২০
X