কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ-তরুণীদের আন্দোলনের অভিজ্ঞতা শুনতে এমজেএফ-এর সভা আয়োজন

সভায় তরুণ-তরুণীদের আন্দোলনের অভিজ্ঞতা শুনতে এমজেএফ। ছবি : কালবেলা
সভায় তরুণ-তরুণীদের আন্দোলনের অভিজ্ঞতা শুনতে এমজেএফ। ছবি : কালবেলা

‘১৮ জুলাই আন্দোলনে গিয়ে আমার বন্ধুর বুকে দুটো গুলি লাগে। পর দিন আমি তার বাড়িতে যাই, তাকে কবর দিয়ে আসি’, বলছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)- এর শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ।

বাংলাদেশ রিডস-এর প্রতিষ্ঠাতা মিঠুন দাস কাব্য জানান, তরুণদের নিয়ে তার বই পড়া কার্যক্রমের একজন নিয়মিত সদস্য আকরাম হোসাইন কাওসারকে হারানোর কথা।

বুধবার (১৪ আগস্ট) সকালে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তরুণদের কথায় আবেগতাড়িত হয়ে পড়েন সকলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত দেশের নানা প্রান্তের তরুণ-তরুণীদের অভিজ্ঞতা ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে ভাবনা জানার জন্য ২৫ জনকে নিয়ে এ সভা আয়োজন করে এমজেএফ।

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন কীভাবে গণআন্দোলনে রূপ নিল সে প্রসঙ্গে তরুণরা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলেন তখন সবাই ক্ষোভে ফেটে পড়ে। এরপর শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ হামলা চালিয়ে ছাত্রছাত্রীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করে তখনও প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে শুধু পুলিশ আর ছাত্রলীগ নিয়ে কথা বলেন। পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলে মুগ্ধসহ আরও অনেক শিক্ষার্থীর ওপর হামলা ও হত্যার ভিডিওগুলো সামনে আসতে থাকে। একের পর এক এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদই আন্দোলনকে জোরদার করেছে।

জলবায়ুভিত্তিক তরুণ সংগঠন ব্রাইটারস-এর চেয়ারপারসন ফারিহা সুলতানা অমি বলেন, আবু সাঈদকে গুলি করে মেরে ফেলা হলো। পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয়া হলো। আমরা আশঙ্কা করছিলাম আন্দোলন থেমে যায় কি না কিন্তু তখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বের হলো। তাদের সঙ্গে যোগ দিলো কলেজ, এমনকি স্কুলের শিক্ষার্থীরাও। সাধারণ মানুষও আন্দোলনে সমর্থন দেয়। অভিভাবকরা খাবার, পানি নিয়ে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। এভাবেই এটি একটি গণআন্দোলন হয়ে যায়।

শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও তরুণদের নেতৃত্ব নিয়ে কাজ করা সংস্থা ইয়ুথ মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা আকরাম হোসেইন বলেন, পুলিশ কখনো আন্দোলন থামাতে চায়নি। তারা লাশ চেয়েছে। সরাসরি বুকে, চোখে, মাথায় গুলি করেছে। মানুষ বলে মনে করেনি আমাদের। মানুষ মনে করলে এভাবে গুলি চালাতে পারতো না।

আন্দোলনে অংশ নেয়ায় নানামুখী হেনস্থার বিষয়ে কার্টুনিস্ট ও ফ্যাক্ট চেকার রাফিদ আরিয়ান বলেন, আমি শেখ হাসিনার একটি কার্টুন এঁকে ফেসবুকে পোস্ট করায় আর নিজের বাড়িতে থাকতে পারিনি। আমি বাড়ি থেকে বের হওয়ার পরই ডিবির অন্তত ৩০ জন আমার বাড়িতে আসে। এরপর থেকে শুধু আমি নই, আমাদের এলাকার প্রতিটি স্টুডেন্ট আতঙ্কে রাত কাটিয়েছে যে কখন কাকে পুলিশ ধরে নিয়ে যায়।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রসঙ্গে সব তরুণই বলেন, তারা কেউ ছাত্র রাজনীতির বিপক্ষে না। তবে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের যে দীর্ঘদিনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি সেটি আর কেউ চান না। সেই সঙ্গে এই প্রজন্মের আরেকটি চাওয়া, সরকার বা ক্ষমতায় যারা থাকবেন তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই প্রজন্মের কাছে আমাদের অনেক আশা। তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। তারাই আমাদের সমাজে পরিবর্তন আনবে। আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি। শুধু তাদের এক হয়ে কাজ করে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ শিক্ষার্থীদের

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

সন্তানের জন্মের পর নারীদের মধ্যে বাড়ছে অবসাদ উদ্বেগ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু 

হলিফ্যামিলি হাসপাতালে হামলার নিন্দা / চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ড্যাবের

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

১০

বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল

১১

আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ 

১২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

১৩

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

১৪

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

১৫

মানবতাবিরোধী অপরাধ / জিয়াউলের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, জানা যাবে আজ

১৬

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

১৭

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

১৮

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

১৯

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

২০
X