চলমান বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে বৃহস্পতিবার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে এই পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়। আইএসপিআর আরও জানিয়েছে, যেকোন সময় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য করুন