দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (প্রশাসন-১) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একাধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের ১৩ জেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। ছড়িয়ে পড়েছে নানান ধরনের পানিবাহিত রোগ। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
জরুরি যোগাযোগের জন্য কয়েকটি টেলিফোন ও মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়েছে- ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪, ০২-৪৭১১৮৭০৫, ০১৩১৭৭৪৯৯৮০, ০১৮২০১১৭৭৪৪
মন্তব্য করুন