কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

অপ্রয়োজনীয় তদবির বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদস্যদের পদোন্নতি ও অন্য বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তাদের এমন কর্মকাণ্ডের কারণে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিব্রত হচ্ছেন, এমনকি দৈনন্দিন সরকারি কাজেও ব্যাঘাত ঘটছে। তাই, মন্ত্রণালয় এই ধরনের কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে কিছু বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রস্তাব পাঠানো হয়। এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করে।

এছাড়াও, পুলিশ অধিদপ্তর থেকে প্রেরিত কিছু পত্রে অসম্পূর্ণ প্রস্তাব দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়কে এড়িয়ে সরাসরি অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যার ফলে মন্ত্রণালয় অবহিত না থাকায় পরবর্তী কার্যক্রম গ্রহণে নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হয়।

এমতাবস্থায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত জরুরি নির্দেশনাসমূহ কঠোরভাবে পালনের জন্য অনুরোধ করেছে:

নির্দেশনাগুলো হলো -

ক. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

খ. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।

গ. যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ করতে হবে।

ঘ. বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

ঙ. চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

চ. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ/পত্র প্রেরণের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ছ. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে লগইন করে তথ্য হালনাগাদ রাখতে হবে।

এই নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১০

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৩

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৪

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৫

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

১৬

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

১৭

এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ

১৮

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

১৯

ফেসবুকে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা

২০
X