

বাংলাদেশের নৌপরিবহন খাতে স্বচ্ছতা ও গতি আনতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করেছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ কাদেরী চেম্বারে অবস্থিত বিডব্লিউটিসিসি কার্যালয়ে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান।
দীর্ঘদিন ধরে লাইটার জাহাজের সিরিয়াল ও বরাদ্দ পদ্ধতিতে অনিয়ম, বিলম্ব ও স্বচ্ছতার অভাব নিয়ে সংশ্লিষ্টদের অভিযোগ ছিল। এসব সমস্যা নিরসনে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও বিডব্লিউটিসিসি সভাপতি কমোডোর মো. শফিউল বারীর তত্ত্বাবধানে সফটওয়্যারভিত্তিক এই অটোমেশন চালু করা হয়।
এই সফটওয়্যারের মাধ্যমে লাইটার জাহাজের সিরিয়াল ও বরাদ্দ ব্যবস্থা স্বয়ংক্রিয় হবে। জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি নিশ্চিত করা হবে। পাশাপাশি রিয়েল-টাইম বার্থিং লিস্ট, এসওএস সেবা, ডিজিটাল স্টাফ প্রোফাইল, আবহাওয়া সতর্কতা, ড্যামারেজ সেটেলমেন্ট সহজীকরণ ও ডিজিটাল পাইলটিং কুপন সুবিধা যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের প্রথম লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি উন্নয়নে বিডব্লিউটিসিসিকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে জাহাজী লিমিটেড, যারা প্রায় সাড়ে তিন বছর ধরে এই সিস্টেমটি উন্নয়নে কাজ করেছে।
বিডব্লিউটিসিসি’র কনভেনর হাজী সফিক আহমদ মনে করেন, এই ডিজিটাল উদ্যোগ নৌপরিবহন খাতে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে এবং দেশের লাইটার সংকট নিরসন ও জাহাজ মালিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন শেখ মো. জালাল উদ্দিন গাজী, সভাপতিত্ব করেন হাজী সফিক আহমদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নরোত্তম চন্দ্র সাহা (পলাশ)। এ ছাড়া, নৌখাতের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজীর দুইজন কো-ফাউন্ডার কাজল আব্দুল্লাহ ও অভিনন্দন জোতদার অনুষ্ঠানে সফটওয়্যারটি উপস্থাপন করেন।
মন্তব্য করুন