কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার সামনে মানববন্ধন। ছবি : কালবেলা
কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার সামনে মানববন্ধন। ছবি : কালবেলা

ওয়াসার বিশুদ্ধ পানির দাম দ্বিগুণ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল ও পর্যাপ্ত মানসম্পন্ন নিরাপদ বিশুদ্ধ পানি নগরবাসীকে সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা।

সোমবার (৩১ জুলাই) দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে কারওরান বাজারে ঢাকা ওয়াসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর ইনচার্জ কমরেড নিখিল দাস, বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, রুখশানা আফরোজ আশা, সুস্মিতা মরিয়ম প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। ওয়াসার দায়িত্ব জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা। বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০১৬ সালের অক্টোবর থেকে বিশুদ্ধ পানির বুথ স্থাপনের কাজ শুরু করে। এসব বুথ থেকে প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওয়াসা কর্তৃপক্ষ আগামীকাল ১লা আগস্ট থেকে প্রতি লিটার পানির দাম দ্বিগুণ অর্থাৎ ৮০ পয়সা নেওয়ার ঘোষণা দেয়।

সমাবেশে নেতারা বলেন, বর্তমান ২৯৭টি বুথ থেকে দিনে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি হয় এবং এর গ্রাহক সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৫৬২ জন। প্রায় শতভাগ গ্রাহকই হচ্ছেন নগরীর নিম্ন আয়ের শ্রমজীবী ও বস্তিবাসী জনগণ। নগরের এই জনগণ একবার ওয়াসাকে পানির বিল দেয় আবার ওয়াসার পানি পানযোগ্য নয় বলে সে ফুটিয়ে খেতে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে বা ফিল্টারিং করে খায়। এক জরিপে দেখা গেছে নগরীর প্রায় ৯৫ ভাগ মানুষ হয় ফুটিয়ে না হয় ফিল্টারিং করে পানি পান করে। এখন বিশুদ্ধ পানি সরবরাহকে কেন্দ্র করে সেখান থেকেও অতিরিক্ত মূল্য ও বা মুনাফা আদায় করার চক্রান্ত করছে। এই মূল্যবৃদ্ধির ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী ও বস্তিবাসী জনগণ।

আরও পড়ুন : পানির দাম এক লাফে দ্বিগুণ করল ওয়াসা

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪০ পয়সা পানির দাম বৃদ্ধি করে ওয়াসা অতিরিক্ত ২০ কোটি ১৫ লাখ টাকা আয় করবে, যেখানে ওয়াসার বর্তমান দুর্নীতিবাজ এমডি বছরে প্রায় এক কোটি টাকা বেতন বাবদ আয় করছে। ওয়াসার অনিয়ম-দুর্নীতি বন্ধ করে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নগরবাসীকে সাশ্রয়ীমূল্যে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

সমাবেশে নেতারা ওয়াসার দুর্নীতিবাজ এমডিসহ কর্তকর্তাদের গ্রেপ্তার ও বিচার এবং সকল প্রকার অপচয় বন্ধ করে অবিলম্বে ওয়াসার পানির দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করে জনগণকে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ করার দাবি জানান। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার অচল পাম্প স্টেশনগুলো সচল ও নগরীর দখলকৃত খাল ও জলাশয় উদ্ধার করার জোর দাবি জানান। অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১০

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১১

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১২

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৩

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৪

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৫

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

১৬

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

১৭

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

২০
X