কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যেসব অঞ্চলে কমতে পারে গ্যাসের চাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ভারতের দিকে। তবে এর প্রভাবে দেশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে এলএনজির সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। সোমবার সন্ধ্যা-নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এমনিতেই দেশে গ্যাস সংকট দেখা দেয়। এর সঙ্গে দেশে হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতেরও সংকট দেখা দেয়। এখন তাপমাত্রা কিছুটা কমে আসায় বিদ্যুৎ সংকট কমে এলেও গ্যাস সংকট এখনও বিদ্যমান।

প্রসঙ্গত, দেশে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এবং সামিটের এলএনজি টার্মিনালের মাধ্যমে এলএনজি সরবরাহ করা হয়। এরমধ্যে এক্সিলারেট তাদের এলএনজি সরবরাহ করতে পারলেও সামিট এখনো পুরোপুরি শুরু করতে পারেনি। যদিও গত ১৬ সেপ্টেম্বর টার্মিনাল ও পাইপলাইনের মেরামতের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে এলএনজি সরবরাহের ঘোষণা দেয় সামিট। প্রাথমিকভাবে সে সময় ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস তাদের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তখন পেট্রোবাংলা জানিয়েছিল, নতুন কার্গো না এলে তাদের সরবরাহ বাড়বে না। ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন কার্গো আসার কথা রয়েছে। সে হিসাবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সামিটের এলএনজি সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এলাকায় বিরাজমান রয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১০

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১১

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১২

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৪

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৫

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

১৬

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১৭

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

১৮

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

১৯

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

২০
X