কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মাজারে হামলা চালিয়ে একটি শ্রেণি জঙ্গিবাদ উসকে দিচ্ছে’ 

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বিভিন্ন মাজারে হামলা চালিয়ে একশ্রেণির মানুষ দেশে এবং দেশের বাইরে জঙ্গিবাদ উসকে দিচ্ছে উল্লেখ করে ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদিয়া মাইজভান্ডারীয়া’-এর প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারিয়া’ এর উদ্যোগে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, বিভিন্ন মাজারে যদিও অপ্রতিগ্রস্ত পাগল ফকির থাকে, সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার, পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা মাজার ভাঙচুর করছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন।

তিনি বলেন, একশ্রেণির মানুষ মাজারে হামলা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, বহির্বিশ্ব এবং দেশের মধ্যে তারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। তাদের বলব, আপনাদের যদি মাজারে আপত্তি থাকে মেহেরবানি করে আল্লাহর নবী যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহর ওলিরা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের কাছে হেদায়েতের বাণী নিয়ে গিয়েছেন সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে, সেভাবে আপনারা ধর্মের দাওয়াত নিয়ে তাদের কাছে যান, হেদায়েতের বার্তা নিয়ে যান, কিন্তু হিংসা হানাহানি নয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, হজরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর মিলাদের দাওয়াত স্বয়ং আল্লাহই দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, এমন একজন নবী আসবে তোমাদের নিকট, ওই নবীর ওপর সকলকে ঈমান আনতে হবে এবং এই রসূল তোমাদের সকল নবী রাসুলদের সত্যায়নকারী হবেন। তার আগমনের এই দিনে আল্লাহর রহমতের গুজারি করতে বলেছেন। তাই আল্লাহর শুকুর গুজারির জন্য আমরা মিলাদুন্নবী কায়েম করেছি।

সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়। এরপর জোহরের নামাজ আদায় শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় পবিত্র মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে দেশবরেণ্য হাক্কানি ওলামায়ে কেরামগণ, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুজন নাকি সত্যি?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা

যে ১৭৯টি আসনে থেকে লড়বে জামায়াত

আপিলেও টিকল না আনিসুল ইসলামের প্রার্থিতা

বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে : সেলিমুজ্জামান

১০

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, ২ শ্রমিক নিহত

১১

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

১২

চোর ধরতে নদীতে সিসি ক্যামেরা

১৩

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে হবে : আমীর খসরু

১৪

বিপিএল: দর্শকদের বড় সুখবর দিল বিসিবি

১৫

জনগণের ভালোবাসা আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় পুঁজি : মির্জা ফখরুল

১৬

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

১৭

সমুদ্রে ভাসছেন পরী!

১৮

যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা

১৯

ডাকাতের হামলায় হাসপাতালে ২ পুলিশ, খোয়ালেন মোবাইল-মানিব্যাগ

২০
X