কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শূন্যপদে বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

জাতীয় প্রেস ক্লাবে শূন্যপদে বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে শূন্যপদে বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান। ছবি : কালবেলা

শূন্যপদে বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। ‘শূন্যপদে সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্যজোট’ ব্যানারে এ কর্মসূচি করেন এবং বিকেল পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত লাখো শিক্ষক নিজ এলাকা থেকে শত কিলোমিটার দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন। তারা নামমাত্র এক হাজার টাকা বাড়িভাড়া পান। ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। সবমিলিয়ে তাদের মাত্র ১২ হাজার ৭৫০ টাকা বেতন দেওয়া হয়। এ বেতন-ভাতায় বাড়ি থেকে দূরে থেকে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে।

বদলি চালু করতে সরকারের কোনো বাজেটের প্রয়োজন নেই জানিয়ে তারা বলেন, ২০২১ সালের এমপিও নীতিমালার আগে সব নীতিমালায় এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। বদলিপ্রত্যাশী শিক্ষকরা বহুদিন ধরে বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন-নিবেদন করে আসছেন।

তারা আরও বলেন, বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনো আন্তরিকতা দেখায়নি। বরং এনটিআরসিএ সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা ১ শতাংশ শিক্ষকেরও উপকারে আসবে না। শূন্যপদে বদলি চালুই একমাত্র সমাধান।

লালমনিরহাট থেকে কর্মসূচিতে অংশ নিতে আসা আরিফুল ইসলাম নামে একজন তরুণ শিক্ষক বলেন, আমার বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধায়। অথচ আমাকে চাকরি করতে হচ্ছে রাজশাহীর মোহনপুরের একটি স্কুলে। প্রায় আড়াইশ কিলোমিটার দূরে থাকি। মাসে একদিনও বাসায় যেতে পারি না। তার ওপর বেতন খুবই কম। নিজ এলাকায় বদলির সুযোগ থাকলে শিক্ষকতায় থাকব। না হলে অন্য চাকরি খুঁজতে হবে।

এদিকে দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডেকে পাঠানো হয়। সেখানে ৬ জন প্রতিনিধি যান। শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত বাংলাদেশ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ‘শূন্যপদে সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্যজোট’র অন্যতম সমন্বয়ক সমন্বয়ক হাবিবউল্লাহ রাজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

সিলেটের পথে তারেক রহমান

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফরিদার

প্রিয়াঙ্কার স্মৃতিচারণ

সুশান্তের জন্মদিনে বোনের খোলা চিঠি

পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের

ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে হুমকি নেই, বিবৃতিতে আরও যা জানাল আইসিসি

তিতুমীরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর

১০

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা

১১

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি

১২

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কখন, জানাল অধিদপ্তর

১৩

শরীফ ফার্মাসিউটিক্যালসের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

১৪

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

১৫

রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : মেজর হাফিজ

১৭

তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

১৮

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে রাজশাহীতে নির্বাচন করতে না দেওয়ার হুমকি

১৯

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা

২০
X