কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

২৫ বছর পর জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের নিয়ে গঠিত পেশাদার সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন বুধবার (৩০ অক্টোবর) শুরু হবে।

আজ বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর আব্দুল গণি রোডে জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে এ ভোট অনুষ্ঠিত হবে। আইন সচিব শেখ আবু তাহের এ নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করবেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

২৫ বছর পর অনুষ্ঠেয় অ্যাসোসিয়েশনের এ ভোট নিয়ে বিচারকদের আগ্রহের শেষ নেই। শত শত বিচারক উপস্থিত হয়ে আজ ভোট প্রদান করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অ্যাসোসিয়েশন ছিল কিছু মানুষের হাতে কুক্ষিগত। এবার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়ায় বহুদিন পর অ্যাসোসিয়েশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে।

অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা করবেন চার সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ।

এ দিকে অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সারা দেশের বিচারকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনলাইনে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিনসহ কমিটির সব সদস্য পদত্যাগ করেন। এজন্য ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম-এর সমন্বয়ক ও উপদেষ্টারা সার্ভিসের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে গত ২১ আগস্ট একটি অন্তর্বর্তী নির্বাহী কমিটি গঠন করেছেন। যাদের আগামী ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়।

অন্তর্বর্তী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪, চট্টগ্রামের বিচারক মো. জাকির হোসেন গালিব। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুক। সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. নুরে আলম (জিকু) এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা। কমিটির সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ লায়লা শারমিন।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা জজ) আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুরের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মিনহাজুর রহমান, জামালপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, বাগেরহাটের সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, গাইবান্ধার সহকারী জজ আবু তাহের এবং নরসিংদীর সহকারী জজ মো. মেহেদী হাছান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

স্কুলে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

টাকা ছাড়া ফেরিতে গাড়ি উঠতে দেয় না বিআইডব্লিউটিসির লস্কররা!

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

১০

রাজধানীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

১১

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

১২

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

১৩

দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে রেকর্ড দামে

১৪

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

১৫

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ

১৬

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

১৭

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

১৮

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত

১৯

তালাবদ্ধ দোকানে মিলল স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

২০
X