কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
 ইউএনএফপিএর সংলাপ

বাংলাদেশ সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত

দুর্যোগবিষয়ক সংলাপে কথা বলেন বিশিষ্টজনরা। ছবি : কালবেলা
দুর্যোগবিষয়ক সংলাপে কথা বলেন বিশিষ্টজনরা। ছবি : কালবেলা

বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের প্রায় ৪৫ শতাংশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ঘটে। তাই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এর মধ্যে বাংলাদেশ সপ্তম এবং সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাংলাদেশ প্রতিনিয়তই বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস (ইউএন ডিডিআর) যৌথভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তিমূলক মানবিক প্রস্তুতি, পূর্বাভাস, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগে সাড়াদান কার্যক্রম উন্নয়নের বিষয়ে একটি কৌশলগত সংলাপে বিশিষ্টজনরা একথা বলেন।

এই সংলাপে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরা হয়। দুর্যোগকালে প্রতিবন্ধী ব্যক্তি, লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠী এবং কিশোরী মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় তুলে ধরা হয়।

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা সঠিকভাবে অন্তর্ভুক্ত না করায়, সংকটের সময় তাদের ক্ষতি এবং গুরুত্বপূর্ণ সেবাগুলো না পাওয়ায় তাদের ভোগান্তি অনেক বেড়ে যায়।

এই সংলাপটি দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে বিদ্যমান ফাঁকগুলো চিহ্নিত করতে এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা (এসআরএইচ ) এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির উপায় নিয়ে আলোচনা করতে একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

ইউএনএফপিএ- এর ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী মেয়ে ও নারীরা শোষণ, সহিংসতা এবং নির্যাতনের চরম ঝুঁকিতে থাকে। তাদের মৃত্যুর হার স্বাভাবিক ব্যক্তিদের তুলনায় দুই থেকে চার গুণ বেশি। তিনি আরও যোগ করেন, মানবিক সহায়তার ক্ষেত্রে লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর প্রতি বৈষম্য ও কুসংস্কার দূর করতে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের মানবিক উপদেষ্টা হামাহ হোসেন বলেন, অস্ট্রেলিয়ার নতুন মানবিক ও আন্তর্জাতিক উন্নয়ন নীতি দুর্যোগপ্রবণ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমক্ষেত্রে অপরিহার্য।

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দুর্যোগ এবং শারীরিক প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্যানেল আলোচনায় ফেনীর প্রতিবন্ধী ব্যক্তি বিবি আয়েশা, গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠীর মহুয়া মৌ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি এম ভি এস এর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, সাইক্লোন প্রিপারিডেন্স প্রোগ্রাম (সিপিপি) এর পরিচালক (প্রশাসন) অংশ নেন। এ ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড এডভোকেসি নেক্সাস বাংলাদেশের পরিচালক মুহাম্মদ ইফতেহার মাহমুদ। এই সংলাপে উত্থাপিত সুপারিশমালা ভবিষ্যতে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর কেন্দ্রীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল নীতি ও কৌশল উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক ও জাতীয় এনজিও, সিভিল সোসাইটি সংগঠন, একাডেমিয়া এবং প্রতিবন্ধী ও লিঙ্গ-বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X