কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবীকে কুপিয়ে হত্যা জঘন্য অপরাধ : ইউট্যাব

ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, চট্টগ্রাম মহানগরীতে দিনে-দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করতে ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

নেতৃদ্বয় বলেন, অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বারবার বলছেন তারা কারও প্রতি কঠোর হতে চান না। একইসঙ্গে তারা সংঘাত ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কথাও বলছেন। তবে দেশের এরকম একটি নাজুক পরিস্থিতিতে স্পষ্টত; উসকানিমূলক তৎপরতার তথ্য পাওয়া সত্ত্বেও উদাসীনতা প্রদর্শন এবং যথাযথ পদক্ষেপ না নেওয়াটা খুবই দুঃখজনক। সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগাম প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবেই কাম্য নয়।

তারা বলেন, চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের হামলা, আদালত ভাঙচুর ও একজন প্রতিভাবান আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ড দেশকে ভয়ানক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার গভীর চক্রান্ত কি না তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। ইসকনের ব্যাপারে যেসব অভিযোগ এসেছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সেসবও খতিয়ে দেখার দাবি রাখে। আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব।

ইউট্যাবের নেতৃদ্বয় আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে তরুণ আইনজীবী মরহুম সাইফুল ইসলাম আলিফের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করেন। তার শোকার্ত পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমরা ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উসকানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১০

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১১

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১২

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৩

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৪

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৫

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৬

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

১৭

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১৮

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১৯

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

২০
X