কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন এই সরকারের লক্ষ্য : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : সংগৃহীত
যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যার সমাধান এবং কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই এই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বাচ্চারা কি শিখছে- সেটা আমাদের মূল বিবেচ্য বিষয়। এটা যেন আগামীতে আমাদের সকল প্রচেষ্টায় প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে প্রাথমিক স্কুলের আগের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নৈতিক দায়িত্ব প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা। প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের একইসঙ্গে কর্মকর্তা ও নাগরিক হিসেবেও দায়িত্ব।

শনিবার (০৭ ডিসেম্বর) যশোর সার্কিট হাউজে যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষকরা বাচ্চাদের সাক্ষরতা শেখায়। সাক্ষর হওয়া মানেই নিজের ভাষায় পড়তে, লিখতে ও মনের ভাব প্রকাশ করতে পারা। চারপাশের সবকিছু থেকে বাচ্চারা শিখতে থাকে। সেই সঙ্গে চারপাশের মানুষদের আচরণ দেখে নীতি ও নৈতিকতা শিখতে পারে। শিক্ষকদের আচরণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নৈতিকতা ও আচরণ থেকেও বাচ্চারা নৈতিকতা শিখে।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গাণিতিক দক্ষতার কাঙ্ক্ষিত উত্তরণ করতে পারলেই প্রাথমিক বিদ্যালয়গুলোর মূল লক্ষ্য অর্জিত হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সামাজিক আচরণের বিকাশে ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাশার এবং বিভাগীয় পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সারা বছর লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন ।

পরে উপদেষ্টা যশোরের স্থানীয় একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালায়’ প্রধান অতিথির বক্তৃতা করেন ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক মিজানুর রহমান, উপ-পরিচালক ফরহাদ হোসেন, বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারনিউমারারি পদোন্নতিতে ৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতি দাবি

কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত?

গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি

প্রিমিয়ারে ফিরছে পিডব্লিউডি

ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ, পাখিদের জন্য বানালেন ১ হাজার বাসা

বগুড়ায় শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে ভারতের উদ্বেগ 

শেষ পরীক্ষায়ও অনুপস্থিত ৩১ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৮ জন

ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার আব্দুল কাদেরের সম্পত্তি জব্দ

এনবিআর বিভক্তির কারণ জানাল সরকার

১০

রেকর্ড জয়ের পর যা বললেন হামজা

১১

অফিস ভাড়া বাকি ৯ লাখ, কাস্টমসের ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১২

স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিফাত গ্রেপ্তার

১৪

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

১৬

আদালতে মামলার তদন্ত কর্মকর্তাকে আসামির হেনস্তা

১৭

নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দাবি সাবেক সেনাপ্রধানের

১৮

ছাত্রশিবিরের কোরআন কুইজে প্রথম হলেন হিন্দু শিক্ষার্থী

১৯

কেরানীগঞ্জে জবির দুটি অস্থায়ী আবাসনের উদ্যোগ ইউজিসির 

২০
X