কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গুমের সঙ্গে জড়িত ছিল যেসব সংস্থা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গুমের সঙ্গে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), গোয়েন্দা শাখা (ডিবি) এবং ভারতের এজেন্টরা জড়িত বলে জানিয়েছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের তদন্ত শেষে এমন ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি।

নূর খান লিটন বলেন, আমরা যে পরিমাণ সিক্রেট সেল দেখেছি, যে পরিমাণ বন্দিরা ফেরত এসেছে, তাদের বয়ান থেকে আমরা যা জেনেছি তা- ভয়াবহ। বন্দিদের রাখা হতো ৪ ফিট লম্ব আর ৩ ফিট চওড়া ছোট্ট ঘরে। সেখানে রাতদিনের তফাৎ বোঝা যেত না। বন্দিরা তাদের খাবার দেখে দিনরাতের হিসাব মেলাতেন। বন্দি ঘরের দেয়ালে গুহামানবদের মতো আঁচড় দিয়ে বিভিন্ন কথা লিখে রাখতেন বন্দিরা। বাথরুমের চেয়েও ছোট সেসব বন্দিঘর। সেখানে আলো-বাতাস সীমিত পরিমাণে প্রবেশ করানো হতো, যাতে সেখানকার বন্দিরা রাতদিনের পার্থক্য না বোঝে।

তিনি বলেন, যখন খাবার দেওয়া হতো, বন্দিরা খাবার দেখে শনাক্ত করতে পারতেন এখন দিন না রাত। সকালের নাস্তায় সাধারণত রুটি বা খিচুড়ি দেওয়া হতো, যা দেখে বুঝতো তারা একটি দিন পার করেছে। আমরা গুহামানবের কথা শুনেছি, যেখানে তারা দেয়ালে চিত্র আঁকতো, সংকেত লিখে রাখত।

তিনি আরও বলেন, আমরা দেখেছি বন্দিরা থালা দিয়ে বা ইটের টুকরা দিয়ে দেয়াল আঁচড় কেটে দিনের হিসাব রাখত। এভাবে আমরা ১৮২ দিন থেকে ৩০০ দিনের মতো ডেট পেয়েছি। অস্পষ্ট কয়েকটি মোবাইল নম্বর এবং দুএকটি নামও পেয়েছি। মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায়- সেসব মর্মস্পর্শী বার্তাও পেয়েছি। যেমন- কেউ লিখেছেন ‘আই লাভ মাই ফ্যামিলি’। কেউ লিখেছেন- ‘বিজয় সুনিশ্চিত’। কেউ লিখেছেন- ‘হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো’ আবার কেউ কোরআনের আয়াত লিখে রেখেছেন।

নির্যাতনের বর্ণনা দিয়ে নূর খান লিটন বলেন, পাশাপাশি মানুষকে কীভাবে নির্যাতন করা হতো তার কিছু সিনড্রোম (নমুনা) আমরা পেয়েছি। কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে যখন হত্যা করা হয়; তখন তাকে ইনজেকশন পুশ করা হয় অথবা কাউকে পলিথিন দিয়ে মুখ মুড়িয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। সেসব মরদেহ পেট কেটে সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীর মাঝখানে ফেলে দেওয়া হতো। ফেলে দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি। পোস্তগোলায় একটা নৌকা আমরা দেখেছি যেটা সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করা। পরে সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে গুমের হত্যাকাণ্ডে ব্যবহার করা হতো। নদীতে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাটি ব্যবহৃত হয়েছে। যখন ভিকটিমকে নেওয়া হতো হত্যার উদ্দেশে, তখন নৌকার চারপাশে র‍্যাব পাহারা দিত। অধিকাংশ ক্ষেত্রেই স্পিড বোর্ড থাকত যা নৌকার চারপাশে চক্কর দিতে থাকত।

তিনি বলেন, অনেক সময় রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি নদীতে ফেলে দেওয়া হতো। লাশ ফেলানোর লোক না পাওয়ায় অনেক সময় কোনো কোনো ডেড বডি ২-৪ দিন ফ্রিজিং করে রাখা হতো। তারপর সেসব ডেড বডি নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকার রেললাইনের ওপরে ফেলে রাখত। এ ক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ করে তারা ডেড বডি ফেলতো।

৭ আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের গুম তদন্ত কমিশন। এই কমিশনের কাছে গত তিন মাসে জমা পড়েছে এক হাজার ৬৭৬টি অভিযোগ। যার মধ্যে ৫৫৮ জনের অভিযোগের যাচাইবাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় গুম তদন্ত কমিশন। তদন্তকালে জানা গেছে বাংলাদেশের দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

নূর খান লিটন বলেন, আমরা অনুসন্ধানের সময় ৯টি সিক্রেট সেল পেয়েছি। আমরা ইতোমধ্যে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জায়গা পরিদর্শন করেছি। ঢাকার ভিতরে এমন অনেক জায়গা আছে যেখানে এমন সেল গঠন করা হয়েছে। এসব সেলে বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো। এটা সিটিটিসি করেছে, ডিজিএফআই করেছে, ডিবি করেছে।

তিনি বলেন, একটা কথা পরিষ্কার করতে চাই সেটা হলো, আমরা সম্ভাব্য অপরাধীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি তার বক্তব্য নিয়েছি। সম্পূর্ণ বিষয়টি নিশ্চিত করে তারপরে আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি। পুরো জিনিসটাই আমাদের ধারণ করা। পুরো ভিজুয়ালাইজ করে রাখা হয়েছে। প্রশ্ন করার সুযোগ থাকলেও প্রশ্ন করে আমাদের দুর্বল করা যাবে না। কারণ যা সত্য আমরা তাই প্রকাশ করেছি।

এখনো গুমের শিকার হওয়া অনেকে অভিযোগ করতে ভয় পাচ্ছেন। তাদের অভয় দিয়ে তিনি বলেন, মানুষ স্পষ্টভাবে কথা বলতে চাচ্ছে না। যারা ছাড়া পেয়েছেন বা গুমের শিকার হয়েছেন তারা এখনো স্বাভাবিক হতে পারেননি। তাদের মধ্যে এখনো যে ধারণা রয়ে গেছে তা হচ্ছে স্বৈরাচার যদি আবার তাদের কোনো ক্ষতি করে! একটি সময় পার হলে এই অভিযোগের সংখ্যা আরও বেড়ে যাবে। কারণ এই অপরাধ এত বিস্তৃত ছিল এত গভীরে ছিল, অপরাধের মূল আমরা কল্পনাও করতে পারব না। এই অপরাধ যে কত ভয়াবহ ছিল, কত নির্মম ছিল, কত বর্বর ছিল, তা কল্পনাও করা যায় না। একটি বয়ান শুনেও বিশ্বাস করতে পারিনি। যখন আমরা সিক্রেট সেলগুলো, সিক্রেট প্রিজমগুলো সরেজমিনে দেখেছি, তখন আমরা বিশ্বাস করেছি এসব ঘটনা কত ভয়াবহ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

১০

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১১

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

১২

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

১৩

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১৪

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১৫

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১৭

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

১৮

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন

১৯

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

২০
X