কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৪২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরা স্বাধীনতার অপশক্তি: রাণা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। পুরোনো ছবি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। পুরোনো ছবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু শুধু কোনো বিশেষ রাজনৈতিক দলের নেতা নন। তিনি গোটা বাঙালি জাতির নেতা, জাতির পিতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে আজও যারা অবজ্ঞা করেন, অশ্রদ্ধা করেন, তার আদর্শের বিরোধিতা করেন, তারা বাঙালি জাতির শত্রু, স্বাধীনতাবিরোধী। এসব স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো গোটা জাতির জাতীয় কর্তব্য।

সোমবার (১৪ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে আলোর মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকাসহ সারা দেশে আলোর মিছিল অনুষ্ঠিত হয়।

রাণা দাশগুপ্ত বলেন, বঙ্গবন্ধুর উজ্জ্বল ভাবমূর্তি ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থে তৎপর তারা জনগণের শত্রু। এদেরকেও রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকারি দলের নির্বাচনী অঙ্গীকারসমূহ বাস্তবায়নের আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শোককে শক্তিতে পরিণত করে চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, শ্যামল পালিত, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ।

রাজধানীতে জাতীয়ভাবে কলাবাগান বাসস্ট্যান্ড মোড়ে জমায়েত হয়ে সন্ধ্যা ৬টায় ঐক্য পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহ একযোগে আলোর মিছিল নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যান এবং সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলন করেন।

সেখানে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেন, ধর্মনিরপেক্ষ জাতীয় রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা সহযাত্রী।

সংগঠনের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অন্যতম সভাপতি ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর সদস্য স্বপন সাহা, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, ডি এন চ্যাটার্জী, পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. তাপস কুমার পাল, অ্যাড. শ্যামল কুমার রায়, অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি অতুল চন্দ্র মণ্ডল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র গুপ্ত, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিলাল রায় প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও হরিজন ঐক্য পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১০

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১১

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১২

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৩

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৫

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৬

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১৭

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১৮

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১৯

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

২০
X