জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল ১০টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির পিতাসহ বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন