কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরকে যে আহ্বান জানালেন পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক। ছবি : কালবেলা
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের বৈঠক। ছবি : কালবেলা

বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃলেনদেনে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবনে যৌথ অংশীদারিত্বের বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ নিয়ে শিগগিরই বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সঙ্গে আরবিআইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করেছেন তিনি। এ ছাড়াও ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) শীর্ষ ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠকে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্টের মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েলটাইম পেমেন্ট তৈরির বিষয়ে সহায়তা চেয়েছেন পলক।

ভারত সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের প্রধান দুটি বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রী নিজেই তার ফেসবুক পোস্টে বৈঠকগুলো বিষয়ে অবহিত করেছেন। বিকেলে মুম্বাইয়ের মহারাষ্ট্রে আরবিআই প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং কীভাবে প্রযুক্তি বিশ্বকে ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট ব্যাংকিং ব্যবস্থার দিকে ধাবিত করেছে সে বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ভারতের ডেপুটি গভর্নরকে ইন্টারঅপারেবল লেনদেন সিস্টেম ব্যবহার করার উদ্যোগটি পরীক্ষা করা এবং আইসিটি বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্ভাবনে সহযোগিতা করতে কীভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে তা নিয়ে আলোচনা করেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্র জানিয়েছে, ওই সময় প্রতিমন্ত্রী পলক, আইসিটি বিভাগের ইডিইজি প্রকল্পের অধীনে ১০টি গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন করার বিষয় উল্লেখ করে সেখানে আর্থিক পরিষেবার দুই দেশের মধ্যে আন্তঃবিনিময়ে একটি স্মার্ট স্যল্যুশন তৈরিতে উভয় প্রতিষ্ঠনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আহ্বান জানান। এ সময় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেক দীপ এবং চিফ জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র ত্রিবেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিআই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) সিইও রিতেশ শুক্লার সঙ্গে অপর এক বৈঠক করেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মুম্বাইয়ের এনপিসিআই ভবনে অনুষ্ঠিত বৈঠকে তারা বাণিজ্যিক বিনিময় মূল্য পরিশোধে টাকা-রুপি ব্যবহার শুরুর পর ভোক্তা পর্যায়ে ক্রসবর্ডার লেনদেন সুবিধা চালু ও ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়ার ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো নিয়ে আলাপ করেন পলক। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ডিজিটাল জাতীয় আইডি, আধার এবং ডিজিটাল ব্যক্তিগত ও পেশাদার রেকর্ডগুলো সংরক্ষণ এবং পরিবেশের জন্য ডিজি লকার কীভাবে কাজ করে সে বিষয়ে অবগত হন । এরপর ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই ) পেমেন্ট এর মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েল-টাইম পেমেন্ট তৈরির বিষয়ে সহায়তার বিভিন্ন দিক আলোচনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১০

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১১

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১২

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৩

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৪

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৫

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৬

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৭

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৮

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৯

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

২০
X