কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক কমিটি। পুরোনো ছবি
জাতীয় নাগরিক কমিটি। পুরোনো ছবি

চার মহাদেশসহ ৩০ দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (০৯ ফেব্রুযারি) রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক এক প্রেস ব্রিফিংয়ে কমিটি ঘোষণা করেন।

এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এ কমিটি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

ডা. তাসনিম জারা বলেন, আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সঙ্কল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অভ্যুত্থানের সময় আমরা যখন শাটডাউন দিয়েছিলাম, তখন ‘রেমিট্যান্স শাটডাউন’ দিয়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রবাসী ভাইবোনরা। যখন খুনি হাসিনা আমাদের বিকল্পকে প্রশ্নে আটকে দিয়েছিল, তখন আমাদের রিভার্স ব্রেইন ড্রেইন ক্যাম্পেইনের মাধ্যমে দেশ পুনর্গঠনের প্রতিজ্ঞা নিয়েছিল আমাদের প্রবাসী ভাইবোনরা, যা আমাদের আন্দোলনে শক্তি জুগিয়েছিল। আমরা চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের দেড় কোটি প্রবাসীকে অন্তর্ভুক্ত করতে জাতীয় নাগরিক কমিটির ডায়াস্পোরা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, জাতীয় নাগরিক কমিটি দেড় কোটি প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে প্রবাসী ভাইবোনদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল এর মানুষ এবং এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না; তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।

প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসীদের মধ্যে রিভার্স ব্রেন ড্রেন নিয়ে একটি আন্দোলন শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি, কারণ আমি বিশ্বাস করি এটি দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান। বাংলাদেশ ২.০ গড়ার পথে এটি একটি অপরিহার্য পদক্ষেপ। কেন্দ্রীয় প্রবাসী কমিটি দেশ পুনর্গঠনে যে ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের শাসনামলে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে ক্যাম্পেইন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজতর করা।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যরা হলেন- আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব, কাজী জহিরুল ইসলাম, খালেদ আহমদ, খালেদ রিদওয়ান চৌধুরী, খালিদ ইয়াহইয়া, খন্দকার আলী কাওসার, এম ফয়সাল রিয়াদ, মাহমুদুল হাসান মিলাদ, মাকসুদুল হক, মনজুরুল মাহমুদ ধ্রুব, মারজুক আহমাদ, মো. আনিসুর রহমান, মো. আনোয়ার হুসাইন, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সাগর, যুবাইর সরদার, মো. জুবায়েদ, মো. মোহাইমিন আল বরাত, মো. মনির হোসেন, মো. নাফিজ রেজা সজীব, মো. রিদওয়ান হোসেন তালুকদার, মো. সাদ্দাম হোসাইন, মো. সাকিব হোসেন, মো. বাবুল মিয়া, মিম আরাফাত মানব, মেহরাব বখতিয়ার, মীর আবরার হানিফ, মো. আরিফুর রহমান, হামেদ, ইফতেশাম চৌধুরী, মুহাম্মদ শহিদুল আলম, মঈন উদ্দিন হেলালী তৌহিদ, মুনির উদ্দিন আহমেদ, মুনা হাফসা, মুনতাসীর মামুন, নাফিসা রায়হানা, নাহিয়ান বিন খালেদ, নাজমুল বাশার, নাজমুল হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, নুরুল হুদা জুনেদ, ওমর ফারুক, ওমর আহমেদ ঢালি, পাবেল চৌধুরী, ড. রাশেদুল ইসলাম, সাইফ ইবনে সারওয়ার, সালওয়া শামস, শাহ মোহাম্মদ বাহাউদ্দীন, শাম্মা জাবীন প্রমা, শারমিন আহমেদ হ্যাপি, সওগাত শারমীন কুতুবী, সৈয়দ মুশফিকুর রহমান, তাজুল ইসলাম শামীম, তারেক আজিজ বাপ্পী, তৌকির আজিজ, তনিমা তাসনিম অনন্যা, উল্লাস জায়েদ, জাফরুল হাসান, জাহিন রাইদাহ মাইশা, জিয়াউল হাশেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

স্কুলভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মানব পাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

ফের প্রেমে মজেছেন জেসিকা আলবা

কীভাবে বাবাকে হত্যা করেছেন ছেলে, উঠে এলো রোমহর্ষক বর্ণনা

থাইরয়েড থাকলেও পেটের চর্বি কমবে যেসব সহজ উপায়ে

দিল্লি বিস্ফোরণ / বন্ধ লাল কেল্লা, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

দেশে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, রাতে যত কমবে

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

‘মেসি নয়, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি’

১০

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

১২

ছাত্রদলের ১৯ নেতাকর্মী বহিষ্কার

১৩

মস্তিষ্ক ছাড়াই চলল ২০ বছর, ‘অলৌকিক’ ঘটনা বলছেন চিকিৎসকরা

১৪

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৫

আইবিএস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

১৬

স্টার্লিংয়ের ফিফটিতে প্রথম সেশন আয়ারল্যান্ডের

১৭

যুবলীগ নেতা বিল্লাল আটক

১৮

বিপিএল: একাদশে তিন না চার বিদেশি, সিদ্ধান্ত জানাল বিসিবি

১৯

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

২০
X