‘ফেয়ার ইলেকট্রনিকসের আনফেয়ার তৎপরতা' শিরোনামে গত ১৩ জুন দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ফেয়ার ইলেকট্রনিকস।
প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি দাবি করে, প্রতিবেদনের শিরোনামটি মিথ্যা ও মানহানিকর; ‘নরসিংদীর শিবপুরের কামারগাঁও মৌজায় অবস্থিত ফেয়ার ইলেকট্রনিকসের কারখানার জমির একাংশ নিয়ে মামলা চলছে’— প্রতিবেদনের এই অংশ মিথ্যা ও বিভ্রান্তিকর এবং ‘আরও অনেকের জমি দখল করে ব্যাংক লোন নিয়ে কারখানা করেছে প্রতিষ্ঠানটি’—এই অভিযোগও মিথ্যা ও বানোয়াট।
প্রতিবেদকের বক্তব্য : বিবদমান জমি নিয়ে নরসিংদীর শিবপুর যে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের হয়। যার নম্বর ৪৯/২০১৮। এই মামলার পরিপ্রেক্ষিতে একই আদালতে ছানী মামলা দায়ের করা হয়। যার নম্বর ৩৪/২০২২। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, এই মামলা বিচারাধীন। ফলে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানার জমির একাংশ নিয়ে যে মামলা চলছে, তা ভিত্তিহীন নয়। উপরন্তু, ফেয়ার ইলেকট্রনিকসের কারখানার জমি নিষ্কণ্টক হলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের শুনানি, শুনানির মাধ্যমে সমঝোতা এবং সমঝোতা না হওয়ায় মূল্যায়ন মতামতের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর দরকার ছিল না। ‘আরও অনেকের জমি দখল করে ব্যাংক লোন নিয়ে কারখানা করেছে প্রতিষ্ঠানটি’—এই বক্তব্য ভুক্তভোগী খন্দকার জাহাঙ্গীর আলমের। ভুক্তভোগীর অভিযোগ এবং সংবাদের প্রসঙ্গে ফেয়ার ইলেকট্রনিকস কর্তৃপক্ষের বক্তব্য পেতে যোগাযোগ করলে দিনেও তারা জবাব দেননি।
মন্তব্য করুন