কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকার আহ্বান

আলোচনা সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভায় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভায় ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি : কালবেলা

দেশের অগ্রগতির যাত্রা রোধ করতে অতীতের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের চলমান উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনসাধারণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে রোববার ইউজিসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। উপস্থাপনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।

অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, স্বাধীনতার পর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নয়নের ধরায় ধাবিত করেন। কিন্তু পরাজিত শক্তির অব্যাহত ষড়যন্ত্রের ফলে মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সেই ধরনের ষড়যন্ত্র এখনো চলছে। দেশের জনগণকে তাই সব অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তা না হলে আবারও মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। সেই আক্রোশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এই হত্যায় সবচেয়ে লাভবান হয়েছেন জিয়াউর রহমান, শাহ আজিজ, জামায়াতে ইসলামীর নেতাসহ বঙ্গবন্ধুর খুনিরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, আর এটি এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির দুর্ভাগ্য স্বল্প সময়ে তাকে হারাতে হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের রায় দ্রুত কার্যকর করার ব্যবস্থা নিতে হবে।

তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। তাহলেই কেবল বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে তিনি জানান।

কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়ন ঘটাতে হবে। দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি এখনো তৎপর আছে। সব বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে অদম্য বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ব্যক্তি মুজিবকে হত্যা নয়, বরং তার আদর্শকে হত্যা করাই ছিল খুনিদের মূল উদ্দেশ্য। কিন্তু খুনিদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু বেঁচে আছেন হাজারও বাঙালির হৃদয়ে। তিনি এ আদর্শকে ধারণ করে সত্যিকার সোনার বাংলা গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ, জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়নের বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদারসহ ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

১০

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১১

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

১২

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

১৩

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১৪

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

১৫

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী

১৬

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

১৭

সাত পদের ৫টিতে বিএনপির জয়

১৮

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

১৯

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

২০
X