জুম প্ল্যাটফর্মের মাধ্যমে রোববার সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ৪ বিভাগের ১১ জেলার ১৭ উপজেলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উপজেলাগুলো হলো ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর, নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ, মুন্সীগঞ্জের সদর, মানিকগঞ্জের সাটুরিয়া ও সিঙ্গাইর, ফরিদপুরের সদর ও মধুখালী, রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট, তানোর, গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, ময়মনসিংহ বিভাগের শেরপুরের সদর, কিশোরগঞ্জের হোসেনপুর ও ভৈরব, বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটি এবং ভোলার মনপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন এবং পরিচালনা করছেন। শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য সম্মানজনক ভাতা ও বোনাসের ব্যবস্থা করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় ত্রিশ হাজার বীর নিবাস তৈরি করে দেওয়া হচ্ছে। ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’ প্রোগ্রামের আওতায় মুক্তিযোদ্ধারা কিভাবে কার ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধে তাদের ট্রেনিং, অভিজ্ঞতা, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তাদের রণকৌশল ইত্যাদি তাদের মুখ থেকে সরাসরি রেকর্ড করে আর্কাইভে সংরক্ষণ করা হবে।
মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে বাঁধাই ও সংরক্ষণ করা হবে যাতে করে শত বছর পরেও তাদের কবর চেনা যায়। পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যত জায়গায় সম্মুখ যুদ্ধ হয়েছে, যত ঐতিহাসিক জায়গা, যত বধ্যভূমি রয়েছে সেগুলো সংরক্ষণের কাজ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের সূতিকাগার বঙ্গবন্ধু যেখানে ৭ মার্চের ভাষণ দিয়েছেন সেই সোহরাওয়ার্দী উদ্যানকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। আরও অংশ নেন বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা হতে আমির হোসেন আমু এমপি, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি, ময়মনসিংহ বিভাগের শেরপুরের জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, নারায়ণগঞ্জ সদরের শামীম ওসমান এমপি, রাজশাহীর তানোরের ওমর ফারুক এমপি, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মমতাজ বেগম এমপি, ভোলার মনপুরার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রমুখ।
মন্তব্য করুন