কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

বৃষ্টির মধ্যে হাঁটছেন এক নারী ও পুরুষ। ছবি : সংগৃহীত
বৃষ্টির মধ্যে হাঁটছেন এক নারী ও পুরুষ। ছবি : সংগৃহীত

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, বাতাস ছিল বেশ শীতল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ কালো হয়ে যায়, কোথাও কোথাও ঝরে বৃষ্টি। তবে খুব বেশি বৃষ্টি না হলেও গরম কিছুটা কমেছে, ঢাকার নগরজীবনে এসেছে স্বস্তি।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী ঢাকাসহ সারাদেশেই বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি আগামী তিনদিন ধরে চলবে, সঙ্গে থাকবে বাতাস ও বজ্রপাত। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। আগামী ২৩ মার্চের পর থেকে গরম বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মূলত কালবৈশাখীর কারণে এই সময়টা আবহাওয়া এমনই থাকবে। মার্চ-এপ্রিল থেকে শুরু করে এমন চলবে আগামী জুন থেকে জুলাই পর্যন্ত। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গরম কিছুটা কমেছে। তীব্র গরমের অনুভূতিও কমবে কিছুটা।

সারাদেশে আগামী তিন দিন বৃষ্টি হলেও তা টানা হবে না জানিয়ে তিনি বলেন, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। সিলেট, কুষ্টিয়া, সিরাজগঞ্জ আর রাজশাহী এলাকায় অপেক্ষাকৃত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় রাঙামাটিতে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সিলেটে সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ফরিদপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় এক মিলিমিটার এবং ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

ঢাকায় বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেন নগরীর বাসিন্দারা। মিরপুরের এক রিকশাচালক বলেন, এতদিন তো ধরেন গরমে রিকশা টানতে পারতাম না। এক/দুই ট্রিপ দিয়ে ঝিম মেরে বসে থাকতাম। আজ আর খারাপ লাগে নাই, রোজার বাকি দিনগুলা এমন গেলে ভালো হইত। কালশীর বাসিন্দা কামরুল হাসান বলেন, এই কদিন বাইরে বের হলে অতিষ্ঠ লাগত। এখন আরাম লাগছে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টির পরও স্বস্তি অনুভব হচ্ছে। রোজার মধ্যে এমন চাচ্ছিলাম।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার (২১ মার্চ) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২২ মার্চ) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রোববারের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। এসময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় জানা গেল

এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব হার্ট ডে উদ্‌যাপন

১০

হান্নান মাসুদের মুচলেকায় মুক্ত সমন্বয়ক রাব্বিসহ চারজন চাঁদাবাজি মামলায় রিমান্ডে 

১১

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

১২

স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

১৩

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

১৪

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

১৫

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

১৭

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

১৮

পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

১৯

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৫৬

২০
X