কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামানসহ চার কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (১৪ জুন) মন্ত্রণালয়ের উপসচিব সুব্রত কুমার দে এ বিষয়ক একটি অফিস আদেশে স্বাক্ষর করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- জাতীয় ভোক্তা অধিকার সরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রণ মোছা. শামীমা আখতার (অবা-৫ শাখা), মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এনায়েত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. দুলাল মিয়া।
প্রসঙ্গত, কর্মক্ষেত্রে বার্ষিক পেশাগত প্রতিবেদন অনুযায়ী কর্মক্ষেত্রে সুচারু ও গতিশীল করতে কর্মরত বিভিন্ন গ্রেডের মধ্যে ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করে সরকার ।
পুরস্কার প্রাপ্তরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং সম্মাননা পান।
মন্তব্য করুন