কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বিতর্কিত’ সাবেক রাষ্ট্রদূত সুফিউর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। ছবি : সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। তাকে পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টাকে সহায়তা করার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

জানা গেছে, অবসরে যাওয়ার আগে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি আওয়ামী লীগের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত।

এদিকে তার নিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও বিশ্লেষক সৈয়দ আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘এই নিয়োগটা ঠিক কোন কোন মানদণ্ড বিবেচনায় নিয়ে দেওয়া হলো—অন্তর্বর্তী সরকারের উচিত সেটা সবাইকে জানানো। বিগত হাসিনা রেজিমে (হাসিনা আমলে) হেভিওয়েট সব মিশনে সার্ভিসে ছিলেন তিনি (সুফিউর)। হাসিনা সরকারের দ্বারা যত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেনেভাতে উঠত, সেগুলো ডিফেন্ড করে বেড়াত সে। চাকরির কোর্স অব অ্যাকশনের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও এসব কাজ করত সে। হাসিনা রেজিমের মানবাধিকার লঙ্ঘন যাতে আন্তর্জাতিকভাবে কালিমা লেপন না করতে পারে, সেজন্য বহু চেষ্টা চালু রেখেছিলেন তিনি। তার পারফরম্যান্সে খুশি হয়ে হাসিনা সরকার বিশেষ বিবেচনায় তার চাকরির মেয়াদও বাড়িয়ে দিয়েছিল।’

তিনি আরও লিখেন, ‘এখন এই সুফিউর রহমানকে নিয়ে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তাকে! ব্যাপারটা খুবই রহস্যজনক নয় কি? তাহলে প্রশ্ন দাঁড়ায়— ইন্টেরিম গভমেন্ট নিজেই ফ্যাসিস্টের দোসরদের এভাবে পুনর্বাসন প্রজেক্টে কেন নামল?’

অন্যদিকে সুফিউর নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার আগেই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লেখেন, ‘স্বৈরাচারী হাসিনার শাসনামলে এক দশকেরও বেশি সময় ফ‍্যাসিজমের বিশ্বস্ত ও প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান। পুরস্কার হিসেবে ২০২৩ অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন। সুফিউর সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ অফিসসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। এ ছাড়াও মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে, সুফিউর রহমান শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

১০

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১১

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১২

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১৩

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৪

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৫

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৬

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৮

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৯

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

২০
X