মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
ওয়েবিনারে বিশেষজ্ঞরা

সুনীল অর্থনীতির কার্যক্রমে জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠন প্রয়োজন

ওয়েবিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত
ওয়েবিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ব্লু ইকোনমির (সুনীল অর্থনীতি) টেকসই উন্নয়নের জন্য আরও শক্তিশালী শাসনব্যবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন সুনীল অর্থনীতি বিশেষজ্ঞরা। তারা মনে করেন, একটি জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠন প্রয়োজন, যা দেশের নীল ও সমুদ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ হিসেবে কাজ করবে।

দুই দিনব্যাপী (১৩-১৪ মে) আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি : নতুন বৈশ্বিক ব্যবস্থায় টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি ওয়েবিনারে বিশেষজ্ঞরা এসব মতামত ব্যক্ত করেন।

ওয়েবিনারটির আয়োজন করে সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সানশাইন কোস্টের দ্য সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল এন্ট্রাপ্রেনাররশিপ (সিডসেল)। ওয়েবিনারটি আয়োজিত হয় অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতিবিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন নামক পোস্ট-কোর্স কার্যক্রম হিসেবে। যার লক্ষ্য বাংলাদেশের সুনীল অর্থনীতিখাতে গবেষণা ও নীতিমালার উন্নয়ন। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামটি অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ, ওয়েবিনারটি এই ফেলোশিপের একটি পোস্ট-কোর্স কার্যক্রম। ওয়েবিনারে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুনীল অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ওয়েবিনারে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. সানওয়ার জাহান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. রতন কুমার রায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আইডিএস গ্রুপের গ্রুপ সিইও ও হেড অব বিজনেস আবদুল্লাহ আল মাহের প্রমুখ, যারা সবাই অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতিবিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন কোর্সের ফেলো।

অস্ট্রেলিয়ার সিডসেলের তামি হ্যারিয়ট এবং অনুপম এজাজ ওয়েবিনারটির সহ-আয়োজক হিসেবে আলোচনা পর্বে অংশ নেন। সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. শরিফুল ইসলাম ওয়েবিনারটির সঞ্চালনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম সমাপনী বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি দেশীয় ও বৈদেশিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সম্মিলিতভাবে একটি কাঠামোগত পরিকল্পনা প্রতিষ্ঠা করা, পাশাপাশি দেশীয়ভাবে একটি সুনীল অর্থনীতি প্রশাসনিক বিভাগ তৈরির প্রস্তাবনা দেন।

প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দ্বিতীয় দিনটি ছিল সুনীল অর্থনীতির সঙ্গে জড়িত মূল অংশীজন, প্রভাবক এবং সমুদ্রের স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের গুরুত্ব নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা। আলোচনার একটি প্রধান বার্তা ছিল- বাংলাদেশে সুনীল অর্থনীতি সম্পর্কিত কার্যক্রমগুলোর সমন্বয়ের জন্য একটি একক জাতীয় কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা।

বক্তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্ত সুনীল অর্থনীতি সেলসমূহের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান। ওয়েবিনারের অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য একটি নীতিপত্র (পলিসি ব্রিফ) প্রস্তুত করে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১০

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১১

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১২

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৩

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৪

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৬

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৭

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৮

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৯

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

২০
X