বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
ওয়েবিনারে বিশেষজ্ঞরা

সুনীল অর্থনীতির কার্যক্রমে জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠন প্রয়োজন

ওয়েবিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত
ওয়েবিনারে বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ব্লু ইকোনমির (সুনীল অর্থনীতি) টেকসই উন্নয়নের জন্য আরও শক্তিশালী শাসনব্যবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন সুনীল অর্থনীতি বিশেষজ্ঞরা। তারা মনে করেন, একটি জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠন প্রয়োজন, যা দেশের নীল ও সমুদ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ হিসেবে কাজ করবে।

দুই দিনব্যাপী (১৩-১৪ মে) আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি : নতুন বৈশ্বিক ব্যবস্থায় টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি ওয়েবিনারে বিশেষজ্ঞরা এসব মতামত ব্যক্ত করেন।

ওয়েবিনারটির আয়োজন করে সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সানশাইন কোস্টের দ্য সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল এন্ট্রাপ্রেনাররশিপ (সিডসেল)। ওয়েবিনারটি আয়োজিত হয় অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতিবিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন নামক পোস্ট-কোর্স কার্যক্রম হিসেবে। যার লক্ষ্য বাংলাদেশের সুনীল অর্থনীতিখাতে গবেষণা ও নীতিমালার উন্নয়ন। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামটি অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ, ওয়েবিনারটি এই ফেলোশিপের একটি পোস্ট-কোর্স কার্যক্রম। ওয়েবিনারে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুনীল অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ওয়েবিনারে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. সানওয়ার জাহান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. রতন কুমার রায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আইডিএস গ্রুপের গ্রুপ সিইও ও হেড অব বিজনেস আবদুল্লাহ আল মাহের প্রমুখ, যারা সবাই অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামের বাংলাদেশে সুনীল অর্থনীতিবিষয়ক গবেষণা ও নীতিমালা উন্নয়ন কোর্সের ফেলো।

অস্ট্রেলিয়ার সিডসেলের তামি হ্যারিয়ট এবং অনুপম এজাজ ওয়েবিনারটির সহ-আয়োজক হিসেবে আলোচনা পর্বে অংশ নেন। সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. শরিফুল ইসলাম ওয়েবিনারটির সঞ্চালনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম সমাপনী বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি দেশীয় ও বৈদেশিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সম্মিলিতভাবে একটি কাঠামোগত পরিকল্পনা প্রতিষ্ঠা করা, পাশাপাশি দেশীয়ভাবে একটি সুনীল অর্থনীতি প্রশাসনিক বিভাগ তৈরির প্রস্তাবনা দেন।

প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দ্বিতীয় দিনটি ছিল সুনীল অর্থনীতির সঙ্গে জড়িত মূল অংশীজন, প্রভাবক এবং সমুদ্রের স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের গুরুত্ব নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা। আলোচনার একটি প্রধান বার্তা ছিল- বাংলাদেশে সুনীল অর্থনীতি সম্পর্কিত কার্যক্রমগুলোর সমন্বয়ের জন্য একটি একক জাতীয় কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা।

বক্তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্ত সুনীল অর্থনীতি সেলসমূহের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান। ওয়েবিনারের অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য একটি নীতিপত্র (পলিসি ব্রিফ) প্রস্তুত করে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শারীরিকভাবে আঘাত করার রাজনীতি থেকে বেরিয়ে আসুন’

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি : উপদেষ্টা আসিফ

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ হটকারী আচরণ : শিবির সভাপতি

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ন্যাক্কারজনক : রাফে সালমান রিফাত

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

নানকসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

পরীক্ষা দিতে গিয়ে সন্তান জন্ম দিলেন হাজেরা

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

১০

দেড় যুগ পর নিজ গ্রামের বাড়িতে গেলেন ড. ইউনূস

১১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

১২

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

১৩

সাংবাদিকদের হামলা করে মামলা দিলেন যুবক

১৪

জবি শিক্ষার্থীদের লং মার্চে গুরুতর আহত সাংবাদিক হাসপাতালে

১৫

বার্ষিক সাধারণ সভার তারিখ জানাল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

১৬

করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক 

১৭

আনচেলত্তির ব্রাজিল কোচিং স্টাফে ফিরছেন কাকা?

১৮

চাকরি পাচ্ছেন সেই অটোরিকশা চালকরা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

২০
X