ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৪ মে) বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান তৌহিদুজ্জামান জাকির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা রোমান আলিফ, জুয়েল রানা, মারুফ ইসলাম, জহুরুল ইসলাম প্রমুখ নেতৃত্ব দেন।
মন্তব্য করুন