কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

আবার পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুই দেশই জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ মে) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ (পিএনজি) ঘোষণা করে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে। এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়াররাইচকে একটি ডেমার্শের মাধ্যমে জানানো হয়। এতে ওই কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাঞ্জাবে দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে ‘তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে’ জড়িত থাকার জন্য ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

পাঞ্জাব পুলিশ গত ১১ মে ঘোষণা করে যে, তারা গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে যুক্ত ছিল। পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে ‘সংবেদনশীল তথ্য’ পাকিস্তান-ভিত্তিক একজন হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন। তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, এই দুই ব্যক্তি গোপনীয় তথ্যের জন্য অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ পেয়েছিলেন এবং পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে স্থানীয় অন্য এজেন্টদের কাছে তহবিল পাঠাতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৩ জন কারাগারে

নিজ গ্রামের কবরস্থানে সমাহিত হবেন ছাত্রদল নেতা সাম্য

ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার

সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি ছাত্রশিবিরের

ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঘরে বসে মিলবে ডিএনসিসির ট্রেড লাইসেন্স, দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

শিক্ষার ওপর ভ্যাট নয়, প্রয়োজন সহযোগিতা

কুয়েতে যেতে করণীয় কী, জানালেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মো. খায়রুল হাসান 

গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

১০

মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

১২

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপাচার্য-কোষাধ্যক্ষ

১৩

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

১৪

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতারা, সাধারণ শিক্ষার্থীদের ‘না’

১৬

সাংবাদিক মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউর নিন্দা 

১৭

আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি

১৮

৫-১০ টাকা জীবনে এত আনন্দ আনতে পারে ভাবিনি : ড. ইউনূস

১৯

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার মাত্র : মঈন খান

২০
X