কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

আবার পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুই দেশই জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ মে) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ (পিএনজি) ঘোষণা করে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে। এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়াররাইচকে একটি ডেমার্শের মাধ্যমে জানানো হয়। এতে ওই কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাঞ্জাবে দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে ‘তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে’ জড়িত থাকার জন্য ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

পাঞ্জাব পুলিশ গত ১১ মে ঘোষণা করে যে, তারা গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে যুক্ত ছিল। পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে ‘সংবেদনশীল তথ্য’ পাকিস্তান-ভিত্তিক একজন হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন। তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, এই দুই ব্যক্তি গোপনীয় তথ্যের জন্য অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ পেয়েছিলেন এবং পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে স্থানীয় অন্য এজেন্টদের কাছে তহবিল পাঠাতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিকেন এরিনের গতিপথে দেখা গেল আশ্চর্যজনক পরিবর্তন

২৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের সুকৌশলে আটকে রাখছেন পুতিন

সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘণ্টার আলটিমেটাম

ওষুধের কাঁচামাল শিল্প উন্নয়নে ১১ সদস্যের কমিটি

আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ

গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল : আজাদ

আপনার মোবাইল ফোন সুরক্ষিত তো?

রাতেই ফারুকীর জটিল অস্ত্রোপচার হতে পারে

১০

খাবার খেলেই ঢেঁকুর ওঠে, এই অভ্যাস ভালো না খারাপ?

১১

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

১২

কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন : এ্যানি

১৩

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

১৪

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

১৫

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

১৬

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

১৭

ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে

১৮

এআই-এর সহায়তায় দুই মাসে ১০ কেজি ওজন কমালেন তরুণী!

১৯

কনটেইনারবাহী গাড়িতে পালাচ্ছিলেন পুলিশ কোপানো মামলার প্রধান আসামি

২০
X