সিলেটে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর রিকাবীবাজার থেকে ছাত্র-জনতা তাকে আটক করে। এরপর তাকে মদন মোহন কলেজে নিয়ে গণধোলাই দিয়ে কোতয়ালী থানা পুলিশে কাছে তুলে দিয়েছে।
আটক নির্মলেন্দু দাশ রানা নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউল হক। তিনি বলেন, আওয়ামী লীগের এক নেতাকে গণধোলাই দিয়ে আমাদের পুলিশের কাছে দিয়েছে ছাত্র-জনতা। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
মন্তব্য করুন