চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:০৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রামে প্রাইম মুভার। পুরোনো ছবি
চট্টগ্রামে প্রাইম মুভার। পুরোনো ছবি

চালক সংগঠনের সভাপতি ও দুই চালককে হত্যার চেষ্টা ও মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। এই আন্দোলনে চট্টগ্রাম বন্দরসহ সব ধরনের সড়কে প্রাইম মোভার ট্রেইলার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৪ মে) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের।

কালবেলাকে তিনি বলেছেন, পাহাড়তলীর একটা ঘটনায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সবার সামনে পাহাড়তলী থানার ওসি তাকে (সভাপতিকে) অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তিনি সেলিম খানকে বেশ কয়েকবার মারধর করেন। পাশাপাশি দুইজন চালককেও তারা মারধর করেন। তাকে স্থানীয় সন্ত্রাসীরা সহযোগিতা করেন। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংগঠনটিতে প্রায় ৩০ হাজার চালক রয়েছে উল্লেখ করে সাধারণ সম্পাদক আবু খায়ের বলেন, হত্যার চেষ্টা ও মারধরের ঘটনায় সভাপতি ও চালকরা গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। পরিবহন ধর্মঘট চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দরসহ যত সড়কে প্রাইম মুভার ট্রেইলার যাতায়াত করে-সব বন্ধ থাকবে।

প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক মো. বখতিয়ার আলম প্রিন্স কালবেলাকে বলেন, প্রশাসনের সামনেই মঙ্গলবার রাতে বেশ কয়েকবার চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই চালককে মারধর করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। এই কারণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

এই বিষয়ে জানতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১০

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১১

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৩

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৪

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৫

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৬

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

১৭

কেশবপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত 

১৮

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

১৯

স্বেচ্ছাসেবক দল নেতা তুষার নিখোঁজ

২০
X