কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক 

বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডোরের নামে সিদ্ধান্ত নিচ্ছে, যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই। এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে, কিন্তু আপনারা এ দেশের নির্বাচিত সরকার না। আপনাদের স্বৈরাচারমুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এ দেশের সাধারণ মানুষ এবং বিএনপিসহ সকলেই আপনাদেরকে সমর্থন দিয়েছে।

একটি মহলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। ক্ষমতার মোহে আপনারা সরকারেও আছেন, আবার নতুন দলও করেছেন। দুই দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না, তার প্রমাণ আমরা গত ৯ মাসে দেখেছি। বর্তমানে দেশে আইনশৃঙ্খলার দিন দিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের সমর্থন ছাড়া কেউ কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, সংস্কারের বিপক্ষে নই। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা চলছে। এটা এ দেশের মানুষ কখনোই মেনে নিবে না।

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ গত ১৭ বছর যে আন্দোলন-সংগ্রাম করেছে, সেটার মূল উদ্দেশ্য বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। অবৈধ স্বৈরাচার সরকার তখন নিজের মতো করে ক্ষমতায় বসেছিল।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। দেশের জনগণ কী চায়? জনগণের মতামত নেন। বাংলাদেশের সব রাজনৈতিক দল কী চায়? তাদের মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভেতরে, আগামী ডিসেম্বরের ভেতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

এ ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ শাহআলী থানা বনাম গুলশান থানার মধ্যকার খেলা ড্র এবং উত্তরা পশ্চিম থানা বনাম বানানী থানার মধ্যকার খেলায় বনানী ২-১ গোলে জয়ী হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়কর ও শুল্ক ক্যাডারের অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তাদের গণপদত্যাগ 

ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

‘শারীরিকভাবে আঘাত করার রাজনীতি থেকে বেরিয়ে আসুন’

মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি : উপদেষ্টা আসিফ

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ হটকারী আচরণ : শিবির সভাপতি

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ন্যাক্কারজনক : রাফে সালমান রিফাত

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

নানকসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত

১০

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

১১

পরীক্ষা দিতে গিয়ে সন্তান জন্ম দিলেন হাজেরা

১২

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

১৩

দেড় যুগ পর নিজ গ্রামের বাড়িতে গেলেন ড. ইউনূস

১৪

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

১৫

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

১৬

সাংবাদিকদের হামলা করে মামলা দিলেন যুবক

১৭

জবি শিক্ষার্থীদের লং মার্চে গুরুতর আহত সাংবাদিক হাসপাতালে

১৮

বার্ষিক সাধারণ সভার তারিখ জানাল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

১৯

করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক 

২০
X