দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ মে) দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ভোলা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারা দেশে বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।
পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, আজ শনিবার (১৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে খুলনা ছাড়া অন্য ৭ বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
তিনি আরও লিখেন, ময়মনসিংহ বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
সেই সঙ্গে ঢাকা বিভাগে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে সিলেট বিভাগে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
মোস্তফা কামাল পলাশ লিখেন, চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রম করছে। আজ সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান, ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
বরিশাল বিভাগে পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার ওপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।
আবহাওয়াবিদ আরও লিখেন, খুলনা বিভাগে দুপুর ২টার আগে খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
মন্তব্য করুন