কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। যা আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম।

রোববার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা।

অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে খরচের লক্ষ্য ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা। তবে সংস্থার নিজস্ব অর্থায়ন আট হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।

নতুন অর্থবছরে পাঁচ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ। মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আর সর্বনিম্ন বরাদ্দ পাচ্ছে সংসদ বিষয়ক সচিবালয়।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থবছরের (২০২৪-২৫) এডিপি বরাদ্দ ছিল দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। তা কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। আগের চেয়ে নতুন এডিপি ১৩ দশমিক ২০ শতাংশ কম।

পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা, বা ১৪ দশমিক ৮ শতাংশ। শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১২ দশমিক ৪২ শতাংশ। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা, বা ৯ দশমিক ৯০ শতাংশ এবং স্বাস্থ্যে দেওয়া হয়েছে ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা, যা মোট এডিপির ৭ দশমিক ৮৯ শতাংশ। এ পাঁচ খাতেই বরাদ্দ গেছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ বিভাগ

আগামী অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগ বরাদ্দ পেছে ৩৬ হাজার ৯৮ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। বিদ্যুৎ বিভাগ পেয়েছে ২০ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ কোটি ৫৩ লাখ, স্বাস্থ্য সেবা বিভাগ ১১ হাজার ৬১৭ কোটি ১৭ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ, নৌ পরিবহণ মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ কোটি ৬২ লাখ, পানি সম্পদ মন্ত্রণালয় আট হাজার ৪৮৯ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

র‌্যাঙ্কিংয়ে এগোতে উইন্ডিজ সিরিজে বাংলাদেশকে কী করতে হবে?

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

১০

অবশেষে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা

১১

যে উপায়ে পেঁয়াজ কাটলে চোখের পানি ঝরবে না

১২

‍‌‌‘রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ প্রকাশ করছে কালবেলা’

১৩

‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে’

১৪

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

১৫

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

১৬

যশোর বোর্ডে ২০ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৭

সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার

১৮

স্ত্রীসহ সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা 

১৯

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকাটা ‘বেআইনি ও ব্লাকমেইলিং’ : রিজভী

২০
X