কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
২৫ ক্যাডারের মানববন্ধন

প্রশাসন ক্যাডারের বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর ব্যানারে  মানববন্ধন। ছবি : কালবেলা
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন। ছবি : কালবেলা

প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণ, ২৫ ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতা বিধানের দাবিতে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডার ঐক্যবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দ্রুত এসব দাবি মেনে না নিলে সামনে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

২৫ ক্যাডারের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য, সরকারি বিধি-বিধান ভঙ্গ করে মন্ত্রণালয়ে মারামারি ও মিছিল করার পরও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এটিকে প্রশাসন ক্যাডারের প্রতি পক্ষপাতমূলক আচরণের সুস্পষ্ট প্রমাণ।

জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মকর্তারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠী-স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার-পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে। পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া একটি ক্যাডারের এজেন্ডা বাস্তবায়নের সুপারিশ করেছে।

পরিষদের পক্ষ থেকে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় (ক্যাডার যার, মন্ত্রণালয় তার) বাস্তবায়ন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ, সব ক্যাডারের সমতা বিধান ও বিভিন্ন ক্যাডারে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনের আহ্বান জানানো হয়। তারা ডিএস পুলের কোটাকে কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়ে দেয় এবং এটিকে জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক ও সব কোটা বাতিলের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে।

পরিষদের কর্মকর্তারা আরও জানান, জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ২৬ মে তারিখের মধ্যে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে আগামী ২৭ ও ২৮ মে তারিখে অর্ধদিবস (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কলমবিরতি কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ তারিখে একই দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি এবং গত বছর ২৪ ডিসেম্বর তারিখে সারা দেশে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি ও ২৬ ডিসেম্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

যুবককে গুলি করে হত্যা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আগুনে পুড়ল ৬ ঘর

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১০

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১১

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১২

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

১৫

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

১৬

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১৭

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

২০
X