‘যুবদের জন্য সবুজ দক্ষতা – একটি টেকসই পৃথিবীর দিকে’ এই প্রতিপাদ্যে গত ১২ আগস্ট পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে তরুণদের জন্য গত ২৮ ও ২৯ আগস্ট কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজন করা হয় দুই দিনব্যাপী কনফারেন্সের। এ সময় তরুণদের সবুজ দক্ষতার গুরুত্ব এবং একটি টেকসই ভবিষ্যতের বিনির্মাণের উপর আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ, সবুজ দক্ষতার উন্নয়ন, লিঙ্গ সমতাসহ বিভিন্ন বিষয়ে কক্সবাজারের কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলোর কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা এই কনফারেন্সের উদ্দেশ্য। এ সময় কক্সবাজারের এডুকেশন, ফুড সিকিউরিটি এবং লাইভলিহুড অ্যান্ড স্কিলস ডেভেলোপমেন্ট সেক্টর থেকে সম্বনয়কারীরা এই কনফারেন্সের বিভিন্ন আলোচনায় অংশ নেন।
এ ছাড়া কনফারেন্সের কারিগরি সহযোগিতায় ছিল বিবিসি মিডিয়া একশন, এইচএপি, এনআরসি এবং ইউএনএফপিএ। কনফারেন্সে কক্সবাজারসহ সারা বাংলাদেশ থেকে তরুণ এবং বিভিন্ন সেক্টর সমন্বয়কারী, স্থানীয় এবং আন্তর্জাতিক সংগঠন যোগদান করে।
ইয়ুথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা দুই দিনব্যাপী তরুণদের সাথে পরিবেশ পরিবর্তন, সবুজ দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন। এ ছাড়াও কন্সফারেন্সের প্যানেল ডিস্কাশনে ইউনিসেফ, ইউওএনপিএ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে হিউম্যানিটেরিয়ান এসিস্টেন্স প্রোগ্রাম থেকে ইমাদ আহমেদ বলেন, ‘সবুজ দক্ষতা শুধু টেকসই উন্নয়নের সরঞ্জাম নয়, কিন্তু সেটার বাংলাদেশি তরুণদের ক্ষমতায়ন এবং রূপান্তর করার মত ক্ষমতা রাখে। কক্সবাজারে আন্তর্জাতিক যুব দিবস কনফারেন্স মানবিক এবং উন্নয়ন বিশেষজ্ঞদের জন্য সম্পদ নিয়ে আলোচনা এবং একত্রিত করার একটি প্ল্যাটফর্ম ছিল, যেটা যুবদের ইতিবাচক পরিবর্তনের সহায়তা করে। এই আয়োজন সহায়তা, শিক্ষা এবং সম্পৃক্ততার সুবিধা করে, যেটা সারা বাংলাদেশের যুবদের একসঙ্গে মানবিক মূল্যবোধে জলবায়ু সমাধান তৈরি করতে সহায়তা করে।’
তিনি বলেন, ‘এই আয়োজনের সফলতার পেছনের ছিল কক্সবাজার চেম্বার অফ কমার্স, বিভিন্ন সেক্টর, এবং ইয়ুথ ওয়ার্কিং গ্রুপের (YWG)যৌথ প্রচেষ্টা। সবাই মিলে আমরা বাংলাদেশের এবং কক্সবাজারের জন্য একটি টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারব।’
কক্সবাজারের তরুণ শাহ মোবারক বলেন, এই দুই দিনের আয়োজন ছিল অনেক সুন্দর এবং মজার। আমি সবুজ দক্ষতা, অনলাইন প্লাটফর্মের দায়িত্বশীল ব্যবহার, এআই ব্যবহার করে পরিবেশ পরিবর্তনের সমাধান তৈরির মতো বেশ কিছু নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছি।
সেশনগুলো বেশ অংশগ্রহণমূলক ছিল জানিয়ে তাসবি আক্তার কণিকা নামের এক তরুণী জানান, বক্তারা বিভিন্ন কন্টেন্ট এবং খেলার মাধ্যমে সবুজ দক্ষতা, সবুজ অর্থনীতির মতো জটিল বিষয়গুলোকে সহজে তাদের কাছে সহজভাবে উপস্থাপন করেছেন।
আয়োজকরা আশা রাখছেন, কনফারেন্সে অংশগ্রহণকারী তরুণরা সবুজ দক্ষতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে টেকসই পৃথিবীর লক্ষ্যে কাজ করবে।
মন্তব্য করুন