কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্তুত জাতীয় ঈদগাহ

জাতীয় ঈদগাহের গেট। ছবি : কালবেলা
জাতীয় ঈদগাহের গেট। ছবি : কালবেলা

একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় হবে এবারের ঈদের প্রধান জামাত। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর তিনি প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

শাহজাহান মিয়া বলেন, ‘জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমাদের ঈদগাহ প্রস্তুত। যেহেতু বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো রকমের অসুবিধা যাতে না হয় সেজন্য সামিয়ানার ওপরে ত্রিপল দেওয়া আছে এবং এখানকার ড্রেনেজ সিষ্টেম খুবই চমৎকার। পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজেই মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন।

প্রশাসক বলেন, আপনারা জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সন্মান্বিত বিচারপতিগণ, সরকারের কেবিনেট সেক্রেটারিসহ ঊধর্বতন কর্মকর্তারা এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এ্রখানে আসেন, সকলে যাতে নামাজ আদায় করতে পারেন, এজন্য সকলের স্বস্তির কথা মাথায় রেখে এখানে ঈদ জামাতের আয়োজন করেছি।

যারা ঈদের নামাজে আসবেন, তাদের উদ্দেশে শাহজাহান মিয়া বলেন, যারা জামাতে আসবেন, তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ থাকবে, এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি মনে হতে পারে। প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, পানির বোতলও আনার দরকার নাই।

জাতীয় ঈদগাহে সাধারণের প্রবেশের জন্য চারটি গেট রাখা হয়েছে। নারীদের নামাজের জন্য আছে আলাদা ব্যবস্থা। তাদের প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট করা হয়েছে।

ভিভিআইপি প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দিয়ে একটি গেট করা হয়েছে। ভিভিআইপির নিরাপত্তার জন্য বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় ঈদগাহে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।

জাতীয় ঈদগাহে ঢাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবের আলাদা আলাদা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া থাকবে ফায়ার ব্রিগেডের একটি টিম।

সিটি করপোরেশনের প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত উপলক্ষে পুলিশ, র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। আমরা আশা করছি এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরে শাহজাহান মিয়া বলেন, এই ঈদগাহে যাতে প্রায় ৩৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেন, সেরকম প্রস্তুতি আমরা নিয়েছি। ভিভিআইপি গ্যালারিতে ২৫০ জনের মত নামাজ আদায় করতে পারবেন।

ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে নান্দনিকভাবে তোরণ সাজানো হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘আত্মত্যাগ, আত্মোন্নয়ন ও সহানুভূতির মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আযহা। ঈদ মোবারক’।

ঈদগাহ প্রাঙ্গণে রয়েছে অজুর ব্যবস্থা। আলাদাভাবে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহের মাঠ প্রায় পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্যান্ডেলের নিচে মাঠে ম্যাট বিছানো হবে। এছাড়া ফ্যান, লাইট ও মাইকের ব্যবস্থা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে : আজাদ

মঙ্গলবার থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে লাগাতার অবরোধের ঘোষণা ছাত্র-জনতার

১২০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

দলের বিরুদ্ধে অভিযোগ এনে এনপিসির আরও এক নেতার পদত্যাগ

বাংলাদেশ ডিবেট ফেডারেশন চালু করল ‘স্কুল অব ডিবেট’

ইতালি গমনেচ্ছুদের ‘সুখবর’ দিল অন্তর্বর্তী সরকার

চীনে দুই যুদ্ধজাহাজের সংঘর্ষ

তারপরও অতৃপ্ত বাটলার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের আবেদনের সময় বাড়ল

৮ বছর ধরে ঝুলে আছে বিশ্বকবির নামাঙ্কিত প্রকল্প

১০

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা

১১

দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি : তারেক রহমান

১২

পারিশ্রমিক ইস্যুতে চিটাগং কিংসের নয়ছয়

১৩

ফের মাঠে নামছে জামায়াত

১৪

চার দিনে বিমান তৈরি করে আকাশে উড়াল রাজবাড়ীর রাহুল

১৫

মেজর সিনহার চরিত্রে শাকিব খান

১৬

ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৭

এ বছর মব সন্ত্রাসে ১১১ জন নিহত : আসক

১৮

কেন বারবার কাঁপছে তুরস্কের মাটি?

১৯

জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার কোটি টাকা

২০
X